পাবনায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ

    
শুক্রবার ২৩ জানুয়ারি ২০২৬ ১০ মাঘ ১৪৩২
শুক্রবার ২৩ জানুয়ারি ২০২৬
পাবনায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ
স্টাফ রিপোর্টার, পাবনা
প্রকাশ: রবিবার, ১৮ জানুয়ারি, ২০২৬, ১০:২৯ AM (Visit: 227)

পাবনার আটঘরিয়া উপজেলার হাড়লপাড়া হুজুরের মোড়ে এলাকার বিশিষ্ট সমাজকর্মী ফরিদ আহমেদ কর্তৃক প্রতিষ্ঠিত সিরাতুল মুস্তাকিম ফাউন্ডেশন (এসএমএফ) উদ্যোগে শনিবার বিকেলে উক্ত হাড়লপাড়া খানকা শরীফ প্রাঙ্গনে অত্র এলাকার শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র কম্বল ও ছোয়েটার বিতরণ করা হয়।

আলহাজ্ব কায়েম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন মাজপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ফারুক আহমেদ খান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে কম্বল ও ছোয়েটার বিতরণ করেন পাবনার টেবুনিয়া শিক্ষা ও সাংস্কৃতিক পরিষদের সভাপতি ও প্রতিষ্ঠাতা, সাংবাদিক ও  নাট্যকার এইচ কে এম আবু বকর সিদ্দিক।  

এসময় আমন্ত্রিত ব্যক্তিবর্গের মধ্যে উপস্থিত ছিলেন খিদিরপুর ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক, খিদিরপুর বাজার জামে মসজিদের সভাপতি আলহাজ্ব মো: হাসান আলী, সমাজকর্মী মজিবর রহমান, আক্তারুজ্জামান বাদশাহ, মো: এসকেন্দার আলী, এনামুল হক ও মোহন আলী খাঁসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ। 

অনুষ্ঠানটির সার্বিক তত্ত্বাবধান ও পরিচালনা করেন অত্র ফাউন্ডেশনের পরিচালক ও প্রতিষ্ঠাতা ফরিদ আহমেদ। সার্বিক সহযোগিতায় ছিলেন আলমগীর হোসেন আকবর। 

উল্লেখ্য উক্ত অনুষ্ঠানে ১২৮ খানা কম্বল এবং ৯০ টি ছোয়েটার বিতরণ করা হয়।








  সর্বশেষ সংবাদ  


  সর্বাধিক পঠিত  


এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৮৪১০১১৯৪৭, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy