সাতকানিয়া শীতার্তদের মাঝে বিজিটিসিএন্ডসি এর শীতবস্ত্র বিতরণ

    
শুক্রবার ২৩ জানুয়ারি ২০২৬ ১০ মাঘ ১৪৩২
শুক্রবার ২৩ জানুয়ারি ২০২৬
সাতকানিয়া শীতার্তদের মাঝে বিজিটিসিএন্ডসি এর শীতবস্ত্র বিতরণ
সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৯ জানুয়ারি, ২০২৬, ৩:৪৮ PM (Visit: 211)

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার বিভিন্ন ইউনিয়নের পাঁচ শতাধিক শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছেন বর্ডার গার্ড ট্রেনিং সেন্টার এন্ড কলেজ (বিজিটিসিএন্ডসি)।

সোমবার (১৯ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার বায়তুল ইজ্জতে অবস্থিত বিজিটিসিএন্ডসি ও সীমান্ত ব্যাংক পিএলসি এর যৌথ উদ্যোগে এ শীতবস্ত্র বিতরণ কার্যক্রম পরিচালিত হয়।

শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বর্ডার গার্ড ট্রেনিং সেন্টার এন্ড কলেজের (বিজিটিসিএন্ডসি) কমান্ড্যান্ট ব্রিগেডিয়ার জেনারেল গাজী নাহিদুজ্জামান, পিবিজিএম, পিএসসি।

বক্তব্যে ব্রিগেডিয়ার জেনারেল গাজী নাহিদুজ্জামান, পিবিজিএম, পিএসসি বলেন, আমরা সকলেই এই বাংলাদেশের মানুষ। আমরা একে অপরের পাশে থাকতে চাই। আমাদের প্রয়োজনে আপনারা থাকবেন আর আপনাদের প্রয়োজনে আমরা পাশে থাকব। আপনাদের সন্তান ও আত্মীয়-স্বজনরাই আমাদের বাহিনীতে চাকুরি করেন। ছোট্ট একটা দেশের মানুষ হিসেবে আমাদের মাঝে যেন কোনো ভেদাভেদ না থাকে। আমরা যেন একে অপরের জন্য কাঁধে কাঁধ মিলিয়ে সকল ভেদাভেদ ভুলে মানুষের কল্যাণে কাজ করতে পারি এই আশাবাদ ব্যক্ত করছি।







  সর্বশেষ সংবাদ  


  সর্বাধিক পঠিত  


এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৮৪১০১১৯৪৭, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy