দেশীয় ভ্যাকসিন উন্নয়নে ঢাবি ও এলআরআই সমঝোতা স্মারক স্বাক্ষর

    
শুক্রবার ২৩ জানুয়ারি ২০২৬ ১০ মাঘ ১৪৩২
শুক্রবার ২৩ জানুয়ারি ২০২৬
দেশীয় ভ্যাকসিন উন্নয়নে ঢাবি ও এলআরআই সমঝোতা স্মারক স্বাক্ষর
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ২১ জানুয়ারি, ২০২৬, ৫:৫৯ PM (Visit: 323)

বাংলাদেশে প্রাণিসম্পদের গুরুত্বপূর্ণ রোগ ফুট অ্যান্ড মাউথ ডিজিজ (FMD)। এ রোগের নিয়ন্ত্রণে দেশীয় ভ্যাকসিন উন্নয়ন ও উৎপাদনের লক্ষ্যে একটা সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠিত হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাইক্রোবিয়াল জেনেটিক্স অ্যান্ড বায়োইনফরমেটিক্স ল্যাবরেটরি  (MGBL-109) এবং প্রাণিসম্পদ অধিদপ্তর  (DLS), মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের অধীন লাইভস্টক রিসার্চ ইনস্টিটিউট  (এলআরআই)- এর মধ্যে এ সমঝোতা স্মারক  (MoU) স্বাক্ষরিত হয়। 

বুধবার (২১ জানুয়ারি) ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষের কার্যালয়ে এ সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম. জাহাঙ্গীর আলম চৌধুরী। অপরদিকে লাইভস্টক রিসার্চ ইনস্টিটিউটের পক্ষে স্বাক্ষর করেন পরিচালক ড. মো. মোস্তফা কামাল।

এসময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের অণুজীব বিজ্ঞান বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. মো. আনোয়ার হোসাইন, চেয়ারপার্সন অধ্যাপক ড. শাকিলা নার্গিস খান, মাইক্রোবিয়াল জেনেটিক্স অ্যান্ড বায়োইনফরমেটিক্স ল্যাবরেটরির প্রধান গবেষক অধ্যাপক ড. মুনাওয়ার সুলতানা, লাইভস্টক রিসার্চ ইনস্টিটিউটের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. জিনাত সোবহান ও প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. আল আমিন উপস্থিত ছিলেন।
 
স্বাক্ষর অনুষ্ঠান শেষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম. জাহাঙ্গীর আলম চৌধুরী আশাবাদ ব্যক্ত করে বলেন, এই সমঝোতা চুক্তির মাধ্যমে উভয় পক্ষই কার্যকর ও বাস্তবসম্মত পদক্ষেপ গ্রহণ করবে। যা শিক্ষা ও গবেষণায় তাৎপর্যপূর্ণ অগ্রগতি সাধনে সহায়ক হবে।

এই সমঝোতা স্মারকের আওতায় যৌথ গবেষণা, এফএমডিভি ভ্যাকসিন সিড উন্নয়ন, প্রযুক্তি ও ফর্মুলেশন হস্তান্তর, রোগ নির্ণয়, ডায়াগনস্টিক কিট উন্নয়ন, গবেষণা তথ্য বিনিময় এবং বিজ্ঞানী ও শিক্ষার্থীদের সক্ষমতা বৃদ্ধিতে উভয় পক্ষ একসঙ্গে কাজ করবে। ঢাকা বিশ্ববিদ্যালয় উদ্ভাবিত এফএমডিভি ভ্যাকসিন সিড ও প্রোটোকল  LRI- এর মাধ্যমে নিবন্ধন সাপেক্ষে বাণিজ্যিক উৎপাদনে ব্যবহৃত হবে।

তিন বছর মেয়াদি এই চুক্তি দেশের প্রাণিসম্পদ খাতের উন্নয়ন, ভ্যাকসিনে আত্মনির্ভরশীলতা অর্জন এবং জনস্বার্থে গবেষণাভিত্তিক উদ্ভাবনকে ত্বরান্বিত করবে বলে আশা করা হচ্ছে।







  সর্বশেষ সংবাদ  


  সর্বাধিক পঠিত  


এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৮৪১০১১৯৪৭, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy