প্রাথমিকের মৌখিক পরীক্ষার তারিখ নিয়ে যা বলছে অধিদপ্তর

    
শুক্রবার ২৩ জানুয়ারি ২০২৬ ১০ মাঘ ১৪৩২
শুক্রবার ২৩ জানুয়ারি ২০২৬
প্রাথমিকের মৌখিক পরীক্ষার তারিখ নিয়ে যা বলছে অধিদপ্তর
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ২২ জানুয়ারি, ২০২৬, ৩:১৩ PM (Visit: 393)

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার লিখিত ফলাফল প্রকাশ করা হয়েছে। এতে সারা দেশে মোট ৬৯ হাজার ২৬৫ জন প্রার্থী উত্তীর্ণ হয়েছেন। তবে উত্তীর্ণদের মৌখিক পরীক্ষা কবে শুরু হবে এ বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের একাধিক সূত্র জানিয়েছে, মৌখিক পরীক্ষার সময়সূচি নির্ধারণের আগে জেলা প্রশাসকদের (ডিসি) মতামত নেওয়ার প্রয়োজন রয়েছে। বর্তমানে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে জেলা প্রশাসকরা ব্যস্ত সময় পার করছেন। এ কারণে নির্বাচনের আগে মৌখিক পরীক্ষা আয়োজনের অনুমতি পাওয়া যাবে কি না, তা নিয়েও অনিশ্চয়তা রয়েছে। তবুও মন্ত্রিপরিষদ বিভাগের মাধ্যমে জেলা প্রশাসকদের মতামত নিয়ে মৌখিক পরীক্ষার তারিখ চূড়ান্ত করার প্রস্তুতি চলছে।

এ বিষয়ে জানতে চাইলে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক (পলিসি ও অপারেশন) এ. কে. মোহাম্মদ সামছুল আহসান বলেন, মৌখিক পরীক্ষার তারিখ এখনো নির্ধারণ করা হয়নি। বিষয়টি নিয়ে আলোচনা চলছে এবং তারিখ চূড়ান্ত হলে আনুষ্ঠানিক বিজ্ঞপ্তির মাধ্যমে তা জানিয়ে দেওয়া হবে।

এর আগে বুধবার রাতে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ৯ জানুয়ারি দেশের ৬১টি জেলায় (তিন পার্বত্য জেলা ব্যতীত) সরকারি প্রাথমিক বিদ্যালয়ের রাজস্বখাতভুক্ত সহকারী শিক্ষক নিয়োগ-২০২৫-এর লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। ওই পরীক্ষার ফলাফলের ভিত্তিতে শর্তসাপেক্ষে মোট ৬৯ হাজার ২৬৫ জন প্রার্থীকে মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এই ফলাফল সাময়িক হিসেবে গণ্য হবে। নির্বাচিত প্রার্থীরা কেবল মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পাবেন, তবে এটি কোনোভাবেই নিয়োগের নিশ্চয়তা নয়। ফলাফল প্রকাশের যে কোনো পর্যায়ে ভুল, ত্রুটি বা মুদ্রণজনিত সমস্যা ধরা পড়লে তা সংশোধন কিংবা প্রয়োজন হলে ফলাফল বাতিল করার ক্ষমতা কর্তৃপক্ষ সংরক্ষণ করে।

এ ছাড়া কোনো প্রার্থী ইচ্ছাকৃতভাবে ভুল তথ্য প্রদান করলে বা তথ্য গোপনের প্রমাণ পাওয়া গেলে তার ফলাফল বা নির্বাচন বাতিল করা হবে। লিখিত ও মৌখিক পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতে সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগ বিধিমালা, ২০২৫ অনুসরণ করে চূড়ান্তভাবে প্রার্থী নির্বাচন করা হবে।

মৌখিক পরীক্ষার স্থান, তারিখ ও সময় সংশ্লিষ্ট জেলা প্রাথমিক শিক্ষা অফিসের ওয়েবসাইট ও নোটিশ বোর্ডে প্রকাশ করা হবে। পাশাপাশি মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত প্রার্থীদের রোল নম্বর প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে পাওয়া যাবে।


আরও সংবাদ   বিষয়:  অধিদপ্তর   প্রাথমিকের মৌখিক পরীক্ষা   সহকারী শিক্ষক  







  সর্বশেষ সংবাদ  


  সর্বাধিক পঠিত  


এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৮৪১০১১৯৪৭, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy