টাইমস হায়ারের সাবজেক্ট র‍্যাঙ্কিংয়ে দেশসেরা গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়

    
শুক্রবার ২৩ জানুয়ারি ২০২৬ ১০ মাঘ ১৪৩২
শুক্রবার ২৩ জানুয়ারি ২০২৬
টাইমস হায়ারের সাবজেক্ট র‍্যাঙ্কিংয়ে দেশসেরা গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়
গাজীপুর প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২১ জানুয়ারি, ২০২৬, ১০:১১ PM (Visit: 424)

যুক্তরাজ্যভিত্তিক বিশ্বখ্যাত শিক্ষা সাময়িকী টাইমস হায়ার এডুকেশন (টিএইচই) প্রকাশিত ওয়ার্ল্ড ইউনিভার্সিটি সাবজেক্ট র‍্যাঙ্কিং ২০২৬–এর লাইফ সায়েন্স ক্যাটাগরিতে দেশের সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ের মধ্যে শীর্ষস্থান অর্জন করেছে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় (গাকৃবি)। গবেষণার গুণগত মান ও আন্তর্জাতিক স্বীকৃতির এই অর্জন দেশের উচ্চশিক্ষা ও গবেষণাক্ষেত্রে গাকৃবির অবস্থানকে আরো দৃঢ় করলো।

বুধবার (২১ জানুয়ারি) টাইমস হায়ার এডুকেশনের (টিএইচই) অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত এ র‍্যাঙ্কিং প্রকাশ করা হয়।

প্রকাশিত র‍্যাঙ্কিং অনুযায়ী গাকৃবি জাতীয়ভাবে পাবলিক বিশ্ববিদ্যালয়ের মধ্যে শীর্ষস্থানে অবস্থান করার পাশাপাশি গুণগত গবেষণায় (রিসার্চ কোয়ালিটি) সর্বোচ্চ ৬৯ দশমিক ৫ স্কোর অর্জন করে দেশের সকল পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের মধ্যে দেশসেরা হওয়ার গৌরব অর্জন করেছে। এ র‍্যাঙ্কিংয়ে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক পর্যায়ে ৬০১—৮০০তম এর গৌরবময় অবস্থানে রয়েছে।

এবারের এ র‍্যাঙ্কিংয়ে বিশ্বের ৯৮টি দেশের ১ হাজার ২১১টি বিশ্ববিদ্যালয়ের পশুচিকিৎসা বিজ্ঞান, জীববিজ্ঞান, কৃষি ও বনবিদ্যা এবং ক্রীড়া বিজ্ঞান এ চারটি প্রধান শাখায় বিশ্ববিদ্যালয়গুলোকে মূল্যায়ন করে গুণগত গবেষণা, আন্তর্জাতিক দৃষ্টিভঙ্গি, গবেষণার পরিবেশ এবং শিক্ষার উপর ভিত্তি করে র‍্যাঙ্কিং প্রকাশ করেছে।

গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের এ অসামান্য অর্জনে ভাইস—চ্যান্সেলর প্রফেসর ড. জিকেএম মোস্তাফিজুর রহমান সন্তুষ্টি প্রকাশ করে বলেন, “টিএইচই এর লাইফ সায়েন্স ক্যাটাগরিতে দেশের সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ের মধ্যে প্রথম স্থান অর্জন করায় আমি গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষক—শিক্ষার্থী, কর্মকর্তা—কর্মচারীসহ মানবদিবস শ্রমিকদের আন্তরিক অভিনন্দন ও ধন্যবাদ জানাই। এ অর্জন আমাদের গবেষণার আন্তর্জাতিক মান ও দায়বদ্ধতার স্পষ্ট স্বীকৃতি। এ অর্জন প্রমাণ করে গাকৃবি কেবল একটি শিক্ষা প্রতিষ্ঠান নয়, বরং কৃষি, জীববিজ্ঞান ও টেকসই উন্নয়নে বাংলাদেশের অগ্রযাত্রার নেতৃত্বদানকারী এক মানবিক কেন্দ্র। আমরা এই সাফল্যকে আত্মতুষ্টির নয়, বরং ভবিষ্যতে আরও মানসম্মত গবেষণা, উদ্ভাবন ও মানবকল্যাণে কাজ করার অনুপ্রেরণা হিসেবে গ্রহণ করছি। গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় আগামীতেও দেশ ও মানুষের জন্য বিশ্বমানের জ্ঞান সৃষ্টি করে যাবে।”

এর আগে গাকৃবি কিউএস প্রকাশিত ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‍্যাঙ্কিং: সাসটেইনেবিলিটি ২০২৬ এ দেশের কৃষি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে প্রথম স্থান অর্জন করে। অন্যদিকে টাইমস হায়ার এডুকেশন (টিএইচই) র‍্যাঙ্কিং ২০২৫ এবং ২৬ এর বিভিন্ন ক্যাটাগরিতে দেশের সকল পাবলিক—প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের মধ্যেও গাকৃবি প্রথম স্থান অর্জন করেছে। একই সাথে উরি র্যাঙ্কিং ২০২৫ এ ডেভেলপমেন্ট এন্ড অ্যাপ্লিকেশন

ক্যাটাগরিতে বিশ্বের শীর্ষ ১০০ বিশ্ববিদ্যালয়ের মধ্যে গাকুবি ৭৭তম অবস্থানে রয়েছে যা জাতীয়ভাবে প্রথম। উল্লেখ্য, ২০২৬ এর এ সাবজেক্ট র‍্যাঙ্কিংয়ে দেশের ৯টি সরকারি ও ১টি বেসরকারি বিশ্ববিদ্যালয় স্থান করে নিয়েছে।

গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে ।







  সর্বশেষ সংবাদ  


  সর্বাধিক পঠিত  


এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৮৪১০১১৯৪৭, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy