পটুয়াখালীর গলাচিপা উপজেলার ৫০ শয্যা বিশিষ্ট স্বাস্থ্য কমপ্লেক্সে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
আজ ২২ জানুয়ারি (বৃহস্পতিবার) ভোর ৫টার দিকে হাসপাতালের স্টোর রুমে এই আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে এবং প্রায় এক ঘণ্টার প্রচেষ্টায় সকাল ৬টার দিকে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
হাসপাতাল কর্তৃপক্ষ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, আগুন লাগার পর হাসপাতালে আতঙ্ক ছড়িয়ে পড়লেও রোগীদের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। সকল রোগীকে নিরাপদে রাখা সম্ভব হয়েছে। আগুন নিয়ন্ত্রণে আনার পর ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানান, আগুনের তীব্রতা স্টোর রুমের মধ্যেই সীমাবদ্ধ ছিল, ফলে বড় ধরণের দুর্ঘটনা এড়ানো গেছে। আগুনের সূত্রপাত ঠিক কোথা থেকে বা কীভাবে হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
তবে প্রাথমিকভাবে ফায়ার সার্ভিস ধারণা করছে, এই ঘটনায় কোনো দুষ্কৃতিকারী বা নাশকতার হাত নেই। সম্ভবত বৈদ্যুতিক শর্টসার্কিট বা অন্য কোনো যান্ত্রিক ত্রুটি থেকে আগুনের সূত্রপাত হতে পারে। বিষয়টি তদন্ত করে ক্ষয়ক্ষতির পরিমাণ ও সঠিক কারণ উদঘাটন করা হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।