নড়াইলের লোহাগড়া উপজেলার দিঘলিয়া সাহাপাড়ায় হিন্দু সম্প্রদায়ের বাড়িঘর, মন্দির ভাঙচুর ও অগ্নিসংযোগে ক্ষতিগ্রস্থ এলাকা পরিদর্শন করেছেন নড়াইল জেলা জাতীয় পার্টির নেতৃবৃন্দ। শুক্রবার (২৭ জুলাই) সকালে তারা ঘটনাস্থল পরিদর্শন করেন এবং ক্ষতিগ্রস্থদের সাথে কথা বলেন। এসময় ঘটনার সাথে জড়িতদের চিহ্নিত করে উপযুক্ত বিচারের দাবি জানান তারা।
পরিদর্শন দলে ছিলেন- নড়াইল জেলা জাতীয় পার্টির সভাপতি এ্যাডভোকেট খন্দকার ফায়েকুজ্জামান ফিরোজ, সাধারণ সম্পাদক সিকদার হাদিউজ্জামান, জেলা জাতীয় শ্রমিক পার্টির সভাপতি শাফায়েত হোসেন, সাধারণ সম্পাদক তাহাজ্জত হোসেন, যুব সংহতির সভাপতি কাজী শহিদুল ইসলা, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মুক্ত, জেলা জাতীয় ছাত্র সমাজের সাধারণ সম্পাদক শাহরিয়ার ইমন, লোহাগড়া উপজেলা জাপা নেতা মোঃ সাদেক, শফিকুল ইসলাম, বেলাল হোসেন, সহ জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ।
জাপা নেতারা বলেন, আমাদের দেশে যে সাম্প্রদায়িক সম্প্রীতি ছিলো তা অনেকাংশে নষ্ট হয়েছে। এই সাম্প্রদায়িক সম্প্রীতি পুনঃরুদ্ধার করার জন্য এই সরকারের কাছে আমাদের দাবি থাকবে। ঘটনার সাথে জড়িতদের উপযুক্ত বিচার না হলে দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি বেড়ে যাবে এবং বিশৃঙ্খলা সৃষ্টি হবে।
উল্লেখ্য, গত ১৫ জুলাই লোহাগড়া উপজেলার দিঘলিয়া সাহাপাড়ার কলেজ শিক্ষার্থী আকাশ সাহা ফেসবুকে মহানবীকে (সা.) নিয়ে কটুক্তি পোস্ট করার অভিযোগে সাহাপাড়ার কয়েকটি বাড়িঘর, দোকান ও মন্দির ভাঙচুর করে বিক্ষুব্ধ জনতা। এর মধ্যে গোবিন্দ সাহার দুই রুম বিশিষ্ট একটি ঘরে আগুন ধরিয়ে দেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ফাঁকা গুলি ছুড়ে। ঘটনার পর থেকে ওই এলাকায় বিপুল সংখ্যক পুলিশ ও র্যাব মোতায়েন করা হয়। এদিকে আদালতে নিজের দায় স্বীকার করে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে আকাশ সাহা।
-বাবু/ফাতেমা