মঙ্গলবার ৮ জুলাই ২০২৫ ২৪ আষাঢ় ১৪৩২
মঙ্গলবার ৮ জুলাই ২০২৫
মঠবা‌ড়িয়ায় বসতঘর থে‌কে দিনমজু‌রের লাশ উদ্ধার, স্ত্রী পলাতক
পি‌রোজপুর প্রতি‌নি‌ধি
প্রকাশ: শনিবার, ৩০ জুলাই, ২০২২, ১১:২৯ AM
পি‌রোজপু‌রের মঠবা‌ড়িয়ায় আবু সা‌লেহ ফরাজী (৫০) না‌মে এক দিনমজু‌রের লাশ উদ্ধার ক‌রে‌ছে পুলিশ। আজ শ‌নিবার উপ‌জেলার উত্তর মিঠাখালী গ্রা‌মের বসতবা‌ড়ির রান্নাঘর থে‌কে তার লাশ উদ্ধার করা হয়। এ ঘটনার পর থে‌কে স্ত্রী ক‌কিলা বেগম পলাতক র‌য়ে‌ছে। নিঃসন্তান নিহত ওই দিনমজুর উত্তর মিঠাখালী গ্রা‌মের মৃত বা‌রেক ফরাজীর ছে‌লে।

থানা ও স্থানীয়সূ‌ত্রে জানা‌ গে‌ছে, প্রথম স্ত্রী মারা যাবার প‌রে গত পাঁচ বছর পূ‌র্বে একই গ্রা‌মের আ‌ল ফরাজীর মে‌য়ে কো‌কিলা বেগম‌কে বি‌য়ে ক‌রেন। এ দম্প‌তি নিঃসন্তান ছি‌লেন। সম্প্রতি দাম্পত‌্য কোলাহ‌লের জের ধ‌রে স্ত্রী কো‌কিলা বাবার বা‌ড়ি চ‌লে যায়।

গতকাল শুত্রবার স্বামী আবু সা‌লেহ শ্বশুরবা‌ড়ি থে‌কে স্ত্রী‌কে নিজ বা‌ড়ি‌তে নি‌য়ে আসে। স্ত্রী বা‌ড়ি‌তে ফি‌রে দে‌খেন এন‌জিও ব্রাক থে‌কে পাওয়া এক‌টি গাভী স্বামী তা‌কে না জা‌নি‌য়ে বি‌ক্রি ক‌রে দেয়। এ নি‌য়ে স্বামী স্ত্রীর সা‌থে ঝগড়া ঝা‌টি হয়। আজ শ‌নিবার সকা‌লে প্রতি‌বে‌শিরা ওই দিনমজু‌রের মৃত‌দেহ রান্না ঘ‌রে প‌ড়ে থাক‌তে দে‌খে থানায় খবর দেয়। এদিকে এ ঘটনার পর থে‌কে স্ত্রী কো‌কিলা পা‌লি‌য়ে যায়।

মঠবা‌ড়িয়া থানার অফিসার্জ ইনচার্জ নূরুল ইসলাম বাদল ঘটনার নিঃশ্চিত ক‌রে ব‌লেন, গ্রামবাসী‌দের মাধ‌্যমে খবর পে‌য়ে লাশ উদ্ধার ক‌রে ময়না তদ‌ন্তের জন‌্য জেলা ম‌র্গে প্রেরণ করা হ‌য়ে‌ছে। তদ‌ন্তের প‌রে ঘটনা‌টি হত‌্যা না আত্মহত‌্যা নিঃ‌শ্চিত হওয়া যা‌বে।

-বাবু/শোভা
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত