নীলফামারীর ডোমার উপজেলায় বীর মুক্তিযোদ্ধাদের সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুর ১২ টায় উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ে ডোমার উপজেলা কমান্ড এর আয়োজন করে।
ডোমার উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা নুরননবীর সভাপতিত্বে জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন। ডিমলা উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা তৈয়বুর রহমান, দেবীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল মালেক চিসতি, ডোমার পৌর মেয়র আলহাজ মনছুরুল ইসলাম দানু বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন।
এসময় ডোমার পৌর কামান্ডার বীর মুক্তিযোদ্ধা ইলিয়াছ হোসেন, জেলা ইউনিটের সাবেক আহবায়ক আব্দুল জলিল, জেলা ইউনিটের সাবেক সহকারী কমান্ডার মোজাম্মেল হক, ডিমলা ইউনিটের সাবেক কমান্ডার শামছুল হক, সৈয়দপুর ইউনিটের সাবেক কমান্ডার ইউনুস আলী, দেবীগঞ্জ ইউনিটের সাবেক কমান্ডার স্বদেশ কুমার রায়, সাবেক রাষ্ট্রদুত বীর মুক্তিযোদ্ধা আমিনুল হোসেন সরকার, বীর মুক্তিযোদ্ধা মফিজার রহমান দুলাল, বীর মুক্তিযোদ্ধা সহিদার রহমান মানিক, বীর মুক্তিযোদ্ধা গোলাম রাব্বানী, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সাবেক আহবায়ক আল-আমীন রহমান প্রমূখ বক্তব্য রাখেন।
-বাবু/শোভা