বৃহস্পতিবার ৩ জুলাই ২০২৫ ১৯ আষাঢ় ১৪৩২
বৃহস্পতিবার ৩ জুলাই ২০২৫
সখীপুরে এ্যাড. জোয়াহের এমপি কে গণসংবর্ধনা
সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৩০ জুলাই, ২০২২, ৪:২৪ PM
সখীপুরের বাসাইল টাঙ্গাইল ০৮ আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য ও টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাড. জোয়াহেরুল ইসলামকে এমপি কে গণসংবর্ধনা দেওয়া হয়। উদয়ন উচ্চ বিদ্যালয় গড়গোবিন্দপুর এমপিও ভুক্ত হওয়ায় এই গণ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

শুক্রবার উদয়ন উচ্চ বিদ্যালয় আয়োজিত গণসংবর্ধনা অনুষ্ঠানের সভাপতিত্ব করেন পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা আবু হানিফ আজাদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান জুলফিকার হায়দার কামাল, উপজেলা নির্বাহি অফিসার ফারজানা আলম,শিক্ষা অফিসার মফিজুল ইসলাম,  স্থানীয় ইউপি চেয়ারম্যান আনসার আলী আসিফ। 

অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রধান শিক্ষক মো. শাহজাহান মিয়া। এছাড়াও অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্থানীয় এলাকার মুক্তিযোদ্ধাবৃন্দ, শিক্ষকবৃন্দ, রাজনৈতিক ব্যক্তিবর্গ, সুশীল সমাজের প্রতিনিধিগন, সাংবাদিকবৃন্দ প্রমুখ। অনুষ্ঠান শেষে বাংলাদেশ রেডিও টেলিভিশনের শিল্পীবৃন্দ কর্তৃক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

-বাবু/ফাতেমা

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত