বৃহস্পতিবার ১০ জুলাই ২০২৫ ২৬ আষাঢ় ১৪৩২
বৃহস্পতিবার ১০ জুলাই ২০২৫
কুপ্রস্তাবে রাজি না হওয়ায় সন্ত্রাসী হামলা!
নিরাপত্তাহীনতায় ভুক্তভোগী পরিবার
সোহাগ খান, কেরানীগঞ্জ (ঢাকা)
প্রকাশ: রবিবার, ৩১ জুলাই, ২০২২, ৩:২৪ PM
রাজধানীর কেরানীগঞ্জের কালিন্দী ইউনিয়নের মোহম্মদ নগর এলাকায় কুপ্রস্তাবে রাজি না হওয়ায় মমতাজ বেগম সহ তার পরিবারের ওপর সন্ত্রাসী হামলা ও মারধরে বাড়ি হারাতে বসেছে একটি পরিবার। বর্তমানে ভুক্তভোগী পরিবারটি নিরাপত্তাহীনতায় ভুগছে।

রবিবার (৩১ জুলাই) দুপুরে উপজেলার কদমতলি গোলচত্ত্বর এলাকায় এক সংবাদ সম্মেলনের আয়োজন করে পরিবারটি।

সংবাদ সম্মেলনে জানানো হয়, মমতাজ বেগমের স্বামী শুকুর দেওয়ান মারা গেলে সিরাজ একাধিকবার কুপ্রস্তাব দেন৷ প্রস্তাবে রাজি না হওয়াতে সন্ত্রাসী সিরাজ তার গ্রুপ গত ২০ জুন প্রাণনাশের উদ্দেশ্যে হামলা ও মারপিট ও ধারালো অস্ত্র দিয়ে জখম করে। এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় অভিযোগ দিলেও তা অজ্ঞাত কারণে নথিভুক্ত হয়নি।

মমতাজের পুত্র মোস্তফা ইসলাম বলেন, ৯৯৯'র ফোন দিয়ে সহযোগিতা চাইলে, পুলিশ এসে তদন্ত করে কিন্তু পুলিশ কোন ব্যবস্থা নেয়নি। ওনারা বলেছেন এলাকার পঞ্চায়েত কমিটির মাধ্যমে সমাধান করে দিবেন। কিন্তু গত ২৯ জুলাই বিচারে সিরাজ তার দলবল নিয়ে আবার আমাদের পরিবারের উপর হামলা করে। মোস্তফা বলেন, গিট্টু সিরাজ আগে থেকেই সন্ত্রাসী কার্যাকলাপে জড়িত। অন্যজনের সম্পত্তির দখল ও এলাকার স্থানীয় প্রভাবশালী ব্যক্তিদের কারণে অধিকার আদায় করতে পারছি না স্থানীয় সাধারণ মানুষজন।

নিজ বাড়িতে নিরাপদে বসবাস করা ও সন্ত্রাসীদের অব্যাহত হামলা ও হুমকি থেকে রেহাই পেতে প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, আইজিপিসহ আইনশৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপ কামনা করেছে পরিবারটি।

-বাবু/শোভা
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত