শুক্রবার ১১ জুলাই ২০২৫ ২৭ আষাঢ় ১৪৩২
শুক্রবার ১১ জুলাই ২০২৫
শরণখোলায় অজগর সাপ উদ্ধার বনে অবমুক্ত
নাজমুল ইসলাম, শরণখোলা প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ৩১ জুলাই, ২০২২, ৩:৩৪ PM
বাগেরহাটের শরণখোলায় গৃহস্থের বসত বাড়ি থেকে একটি অজগর সাপ উদ্ধার করে বনে অবমুক্ত করা হয়েছে।

রবিবার (৩১ জুলাই) সকালে উপজেলার সোনাতলা গ্রামের রফিকুল শেখের বসত বাড়ি থেকে অজগর সাপটি উদ্ধার করা হয়।

রফিকুল শেখ বলেন, সাপটি দেখে তার পরিবারের লোকজন আতংকিত হয়ে পড়ে। পরে ওয়াইল্ড টিমের ফিল্ড ফ্যাসিলেটেটর আলম হাওলাদার, এবং জাকারিয়া হোসাইন (ভিটিআরটি) টিম লিডার কে খবর দিলে তারা এসে সাপটি উদ্ধার করে নিয়ে যায়।

পূর্ব সুন্দরবনের শরণখোলা স্টেশন কর্মকর্তা (এসও) মো. আসাদুজ্জামান জানান, খাবারের সন্ধানে বন সংলগ্ন লোকালয়ে ঢুকে পড়া একটি অজগর উদ্ধার করে স্টেশন অফিস সংলগ্ন বনে অবমুক্ত করা হয়েছে। অবমুক্ত করা অজগরটি ৪ ফুট লম্বা এবং ওজন ১ কেজি।

-বাবু/শোভা
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত