ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় দীর্ঘ ১৭ বছর পর বিএনপি’র দ্বি-বার্ষিক সম্মেলনে এই প্রথম গণতান্ত্রিক উপায়ে কাউন্সিলরদের গোপন ব্যালটের মাধ্যমে উপজেলা বিএনপি’র কমিটি গঠিত হয়েছে। সভাপতি অ্যাডভোকেট এমএ মান্নান, সাধারণ সম্পাদক নাজমুল করিম, সাংগঠনিক সম্পাদক আশরাফ হোসেন রাজু নির্বাচিত হন।
শনিবার (৩০ জুলাই) দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত ভোট গ্রহণ শেষে রাতে ফলাফল ঘোষণা করা হয়।
দিনব্যাপী পৌর এলাকার জল্লা চারগ্রাম পশুর হাট মাঠে বিএনপির আহবায়ক এডভোকেট এমএ মান্নানের সভাপতিত্বে এ দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলন উদ্বোধন করেন জেলা বিএনপির আহবায়ক মোঃ জিল্লুর রহমান। প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির (কুমিল্লা বিভাগ) এর সাংগঠনিক সম্পাদক মোঃ মোস্তাক মিয়া। সম্মেলনে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় সভাপতি ও সাংগঠনিক সম্পাদক এবং সাধারণ সম্পাদক পদে হাড্ডা হাড্ডি লড়াইয়ের মাধ্যমে নাজমুল করিম ঘোড়া প্রতীক নিয়ে ৫৮৬ পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. মলাই মিয়া মোরগ প্রতীক নিয়ে পেয়েছেন ৫২০ ভোট। উপজেলার ২০টি ইউনিয়নের ১ হাজার ১শত ৬ জন কাউন্সিলর গোপন কক্ষে ব্যালটের মাধ্যমে তাদের ভোট প্রদান করেন।
-বাবু/ফাতেমা