নরসিংদীর ঐতিহ্যবাহী রায়পুরা উপজেলা প্রেসক্লাবে নতুন সদস্যদের বরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রবিবার প্রেসক্লাবের কনফারেন্স রুমে নতুন ছয় জন সদস্যকে ফুল দিয়ে বরণ করা হয়। এসময় তাঁদেরকে শপথ বাক্য পাঠ করান উপজেলা নির্বাহী অফিসার ও প্রেসক্লাবের প্রধান উপদেষ্টা মো. আজগর হোসেন।
রায়পুরা প্রেসক্লাব সভাপতি মো. মোস্তফা খানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ইউএনও মো. আজগর হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মো. সাজ্জাত হোসেন, রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আজিজুর রহমান, প্রকল্প কর্মকর্তা মো. বোরহান উদ্দিন, যুব উন্নয়ন কর্মকর্তা মো. জাকির হোসেন মোল্লা, সিনিয়র মৎস কর্মকর্তা হাবিব ফরহাদ আলম, প্রেসক্লাবের উপদেষ্টা মোসলেহ উদ্দিন বাচ্চু, সেরাজনগর এম এ পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সোহরাব উদ্দিন, বিএম ল্যাবরেটরী স্কুলের প্রধান শিক্ষক মো. রফিকুল ইসলাম, বিশিষ্ট কবি ও সাহিত্যিক মোহসীন খন্দকার প্রমূখ। অনুষ্ঠান পরিচালনায় ছিলেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম নূর উদ্দিন আহমেদ। এছাড়াও উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সিনিয়র সহ সভাপতি ফরিদ মিয়া, সহ সভাপতি মাজেদুল ইসলাম, রফিকুল ইসলাম, দপ্তর সম্পাদক সালেক আহমেদ পলাশ, গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক এ.কে.এম সেলিম, ক্রীড়া সম্পাদক জহির উদ্দিন নাসিম, কার্যকরী সদস্য হারুনুর রশিদ এবং খন্দকার শাহ নেওয়াজ সহ সকল সংবাদিকবৃন্দ।
অনুষ্ঠানে বরণ করে নেওয়া নতুন ছয় জন সদস্য হলেন- বিনা আক্তার, জায়েদ উজ্জামান কৌশিক, প্রণয় ভৌমিক, ফাহিম খান, আবুল কালাম আজাদ,মো. জুয়েল। সবশেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান চলে বিকেল পর্যন্ত।
-বাবু/ফাতেমা