ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে বঙ্গবন্ধু বঙ্গমাতা গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। রোববার উপজেলার শেখ রাসেল মিনি স্টেডিয়ামে এ খেলা অনুষ্ঠিত হয়। ফাইনাল খেলায় বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে দরি- বেসরকারি প্রাথমিক বিদ্যালয় মালিয়াটি সরকারি প্রাথমিক বিদ্যালয়কে ২-০ গোলে এবং বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে আঠারবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় গিরিধরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়কে ১-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসা. হাফিজা জেসমিনের সভাপতিত্বে অনুষ্ঠিত ফাইনাল খেলায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মাহমুদ হাসান সুমন।
এ সময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভূমি মাহবুব রুমন, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি জয়নাল আবেদীন, ভারপ্রাপ্ত শিক্ষা কর্মকর্তা আবু ছিদ্দিক, সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা রেজাউল করিম, সাজ্জাদ হোসেন তালুকদার, আতিকুর রহমান, শিরিন আক্তার সুমি, রেনেন্তেরা সুলতানা, উপজেলা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক এবাদুল ইসলাম, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক জুনায়েদুল ইসলাম ভূঁইয়া সুমন প্রমুখ।
-বাবু/ফাতেমা