ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় বঙ্গবন্ধু বঙ্গমাতা গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। রোববার উপজেলা পরিষদ মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়। ফাইনাল খেলায় বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে খরমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় পীর সৈয়দ বাহাউদ্দীন সরকারি প্রাথমিক বিদ্যালয়কে ৩-০ গোলে এবং বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে রাধানগর সরকারি প্রাথমিক বিদ্যালয় পীর সৈয়দ বাহাউদ্দীন সরকারি প্রাথমিক বিদ্যালয়কে ৩--১ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা অংগ্যজাই মারমার সভাপতিত্বে অনুষ্ঠিত ফাইনাল খেলায় প্রধান অতিথি ছিলেন আখাউড়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মুরাদ হোসেন ভুঁইয়া।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নাসির সফিক আলেয়া।
এ সময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা লুৎফর রহমান, সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আজিজুর রহমান, উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তা আবু ইউসুফ নূরুল্লা।উপজেলা প্রধান শিক্ষক সমিতির সভাপতি মাহাতাব মিয়া, পৌর যুবলীগের সাধারণ সম্পাদক আবু কাউসার ভুঁইয়া, উপজেলা ছাত্রলীগের সভাপতি শাহাব উদ্দিন বেগ শাপলু, এছাড়াও উপজেলা বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষক/শিক্ষিকা এবং স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।
-বাবু/ফাতেমা