শুক্রবার ১৫ আগস্ট ২০২৫ ৩১ শ্রাবণ ১৪৩২
শুক্রবার ১৫ আগস্ট ২০২৫
ঈশ্বরদীতে ভোক্তা অধিকার সংরক্ষণের অভিযান
ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৩ আগস্ট, ২০২২, ১০:৩২ AM
ঈশ্বরদীতে ভোক্তা অধিকার সংরক্ষণ ভেজাল গুড়া মসল্লা মিলে অভিযান করে ৩০ হাজার টাকা জরিমানা করেছে।

মঙ্গলবার (২ আগস্ট) দুপুরে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর পাবনার সহকারী পরিচালক জহিরুল ইসলাম এ অভিযান পরিচালনা করেন।

পঁচা ও নষ্ট শুকনা মরিচ মেশিনে গুড়া করে সৌন্দর্য বৃদ্ধির জন্য কেমিক্যাল মিশ্রিত লাল রং মিশিয়ে মরিচের গুড়া মসলা  বিপণনের দায়ে ঈশ্বরদী পৌর এলাকার রহিমপুরের আব্দুল আজিজ মোল্লা মসল্লা মিলের মালিক মোঃ সোহেলকে ৩০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর পাবনার সহকারী পরিচালক জহিরুল ইসলাম বলেন, আব্দুল আজিজ মোল্লার মিলে শুকনা মরিচের গুড়ার সঙ্গে তৈরির কাজে ব্যবহৃত লাল রং মিশিয়ে সৌন্দর্য বৃদ্ধি করে বিপণনের অভিযোগ ছিল। অভিযোগ পেয়ে দুপুরে সেখানে অভিযান চালানো হয়। এ সময় হাতেনাতে অভিযোগের সত্যতা পাওয়া যায়। পরে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে এ প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। ঈশ্বরদী থানা পুলিশের একটি টিম অভিযানে অংশ নেয়।

উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সের আবাসিক চিকিৎসক ডা: শফিকুল ইসলাম শামিম জানান, কেমিক্যাল মিশ্রিত রং খাদ্যে সামগ্রীর মধ্যে মিশ্রণ মানবদেহের জন্য অত্যন্ত ক্ষতিকর। এতে দূরারোগ্যব্যাধি হওয়ার সম্ভাবনা থাকে।   

-বাবু/শোভা
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত