জমি খারিজের নামে ঘুষ গ্রহণের অভিযোগে ভূমি অফিসের এক অফিস সহায়ক বরখাস্ত হয়েছে। সহকারী কমিশনার (ভূমি) মাহবুবুর রহমান, গত সোমবার তাকে বরখাস্ত করেন। বরখাস্তকৃত অফিস সহায়কের নাম অলি উল্লাহ। সে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার মগটুলা ইউনিয়ন ভূমি অফিসের অফিস সহায়ক।
উল্লেখ্য, গত ১লা আগস্ট (সোমবার) উপজেলা সহকারি কমিশনার (ভূমি) বরাবর অফিস সহায়ক অলি উল্লাহর বিরুদ্ধে এক কৃষক ঘুষ গ্রহণের লিখিত অভিযোগ দেন। পরবর্তীতে অভিযোগ প্রমাণিত হলে তাকে বরখাস্ত করেন সহকারী কমিশনার (ভূমি) মাহবুবুর রহমান।
জানা গেছে, উপজেলার মগটুলা ইউনিয়নের বাগবেড় গ্রামের কৃষক আবু তাহের ওই গ্রামের ২৮১ নং খতিয়ানের ৩৬৮, ৫৩৬, ৩৭৭ ও ১৫৭ দাগের মোট ৫০ শতক জমি খারিজের জন্য ইউনিয়ন ভূমি অফিসে যান। মগটুলা ইউনিয়ন ভূমি অফিসের অফিস সহায়ক অলি উল্লাহ, ভূমির বিভিন্ন জটিলতা দেখিয়ে আবু তাহেরের কাছে ১৪ হাজার টাকা দাবি করেন। আবু তাহের প্রায় দুইমাস পূর্বে, অফিস সহায়ক অলি উল্লাহকে খারিজ বাবদ নগদ পাঁচ হাজার টাকা ও প্রয়োজনীয় কাগজপত্র প্রদান করেন।নিজেকে গরিব বলে প্রদানকৃত টাকার মধ্যেই খারিজ করে দিতে বলে। কিন্তু খারিজ সম্পন্ন হলেও অলি উল্লাহ আরো নয় হাজার টাকা দাবি করেন। এতে অস্বীকৃতি জানান আবু তাহের এবং লিখিত অভিযোগ দেন।
সহকারী কমিশনার (ভূমি) মাহবুবুর রহমান বলেন, অভিযোগ প্রাপ্তির পর অলি উল্লাহকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। সে অভিযোগ স্বীকার করেছে। যেহেতু অভিযোগের সত্যতা মিলেছে তাই তাকে বরখাস্ত করা হয়েছে।
-বাবু/শোভা