কুমিল্লার লাকসাম পৌর এলাকায় গ্রাম উন্নয়ন কমিটির (ভিডিসি) বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শন করেছেন ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ-এর প্রতিনিধিদল। মঙ্গলবার দুপুরে পৌরএলাকার শ্রীপুরে পরিদর্শনে আসেন ওই প্রতিনিধিদল।
এসময় প্রতিনিধিদলের নেতৃত্বে ছিলেন, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ-এর সিনিয়র অপারেশন ডিরেক্টর চন্দন জাকারিয়া গমেজ, আরবান-রুরাল ক্লাস্টারের ডেপুটি ডিরেক্টর মনজু মারীয়া পালমা, ফিল্ড এ্যাডভোকেসী ও সোশ্যাল একাউন্টিবিলিটি কোর্ডিনেটর জামাল উদ্দিন, চট্টগ্রাম এসিও, আরবান-রুরাল ক্লাস্টারের সিনিয়র ম্যানেজার স্টিফেন হালদার রুবেন।
ওই সময় উপস্থিত ছিলেন পৌর কাউন্সিলর মোহাম্মদ উল্ল্যাহ, নাসিমা আক্তার, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ-লাকসাম এপি ম্যানেজার রবার্ট কমল সরকার, প্রোগ্রাম অফিসার মহসিন খান, মানিক লাল সরকার, অশেষ রেমা, লাকি গমেজ, স্পন্সরশীপ ও সাপোর্ট সিস্টেম অফিসার লিজা হালদার, ১ নম্বর ওয়ার্ড গ্রাম উন্নয়ন কমিটির (ভিডিসি) সভাপতি মো. জাহাঙ্গীর আলম, শ্রীপুর গ্রাম উন্নয়ন কমিটির (ভিসিসি) সভাপতি মাষ্টার মোহাম্মদ আলী, সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম আমিন, কিশোরী ক্লাবের সভাপতি স্বপ্না আক্তার, সাধারণ সম্পাদক আইনুন নাহার হাসি।
লাকসাম পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের শ্রীপুর গ্রাম উন্নয়ন কমিটির (ভিডিসি) উদ্যোগে স্থাপিত স্যানিটেশন, ড্রেনেজ, সোলার লাইট, সুপিয় পানিসহ বিভিন্ন কাজ পরিদর্শনে এসে প্রতিনিধিদল সন্তোষ প্রকাশ করে স্থানীয় সরকারমন্ত্রী, পৌর মেয়র, ওয়ার্ড কাউন্সিলর ও ভিডিসি সদস্যদের ভূয়সী প্রশংসা করেন।
এর আগে শ্রীপুর গ্রাম উন্নয়ন কমিটি (ভিসিসি) ও কিশোরী ক্লাবের সদস্যরা প্রতিনিধিদলের সদস্যদের ফুলেল শুভেচ্ছা জানিয়ে বরণ করেন।
-বাবু/শোভা