রবিবার ১০ আগস্ট ২০২৫ ২৬ শ্রাবণ ১৪৩২
রবিবার ১০ আগস্ট ২০২৫
বগুড়ায় হোটেল থেকে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মরদেহ উদ্ধার
বগুড়া প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৩ আগস্ট, ২০২২, ৩:২৩ PM
বগুড়ায় শ্যামলী আবাসিক হোটেল থেকে তানভীরুল ইসলাম (২৪) নামে এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (২ আগস্ট) বিকেলে হোটেলের দরজা ভেঙ্গে ওই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়।

তানভীরুল বরগুনার বামনার কোলাগাছিয়া এলাকার নজরুল ইসলামের ছেলে। তিনি নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের বিবিএ শেষ বর্ষের শিক্ষার্থী ছিলেন। জানা গেছে, ১ আগষ্ট সোমবার মধ্য রাতে তানভীরুল বগুড়ার শ্যামলী আবাসিক হোটেলের ৬০৫ নম্বর কক্ষে ওঠেন। এরপর পরদিন দুপুর পর্যন্ত তার রুম থেকে কোনো সাড়া শব্দ না পাওয়ায় হোটেল কর্তৃপক্ষ পুলিশকে জানায়। পুলিশ গিয়ে রুমের দরজা ভেঙে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে। বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) সেলিম রেজা বলেন, হোটেল কর্তৃপক্ষের খবর পেয়ে সেখান থেকে ওই যুবকের লাশ উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক‌্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে আমরা ধারণা করছি, এটি আত্মহত্যা। তবে ময়নাতদন্ত শেষে মৃত্যুর কারণ জানা যাবে। এছাড়া, সে বগুড়ায় কেন এসেছিলো সেটা এখনও জানা যায়নি। নিহতের পরিবারেরর সদস্যদের খবর দেওয়া হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ হস্তান্তর করা হবে।

-বাবু/শোভা
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত