রবিবার ১৭ আগস্ট ২০২৫ ২ ভাদ্র ১৪৩২
রবিবার ১৭ আগস্ট ২০২৫
টেকনাফে কোস্টগার্ড এর অভিযানে ৭জন পাচারকারী সহ বোট জব্দ
সাইফুল ইসলাম, টেকনাফ কক্সবাজার
প্রকাশ: বুধবার, ৩ আগস্ট, ২০২২, ৪:০৯ PM
কক্সবাজারের টেকনাফ সীমান্তে কোস্ট গার্ড ২১ হাজার ইয়াবা ট্যাবলেট, ৭ জন পাচারকারী সহ একটি ফিশিং বোট আটক করেছে।

পাচারকারীরা হলেন, ফরিদ আলম (২৮) পিতা মোছন আলী, আবুল কাশেম (৪০) পিতা -মোছন আলী, জসিম উদ্দিন (১৯)পিতা-বাদশা মিয়া, ছলিম উল্লাহ (২৮) পিতা -আবদু শুক্কুর, আমান উল্লাহ (৪০) পিতা - মৃত লাল মোহাম্মদ, সোহেল উদ্দিন (২২) পিতা - জাফর আহম্মদ, নাজিম উদ্দীন (৩৫) পিতা - মৃত নজির আহম্মদ সর্ব সাং নোয়া পাড়া, কুতুব জোম, মহেশ খালী কক্সবাজার।  এ বিষয়ে আজ দুপুরে টেকনাফ পুর্ব জোন কোস্ট গার্ড ষ্টেশনে এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন টেকনাফ কোস্ট গার্ডের ষ্টেশন কমান্ডার লেঃ মোঃ আশিক আহম্মদ।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে ২ আগষ্ট ভোর রাতে সেন্টমার্টিনের ছেরাদ্বীপ সংলগ্ন বঙ্গোপ সাগর এলাকায়, কোস্টগার্ড সেন্টমার্টিন ষ্টেশনের একটি বিশেষ টহল দল অভিযান পরিচালনা কালে উক্ত এলাকায় একটি ফিশিং বোটের গতি বিধি সন্দেহ জনক মনে হওয়ায় কোষ্ট গার্ড সদস্যরা বোট টিকে থামানোর জন্য সংকেত দেয়। কিন্তু বোটটি সংকেত অমান্য করে দিক পরিবর্তন করে দ্রুত পালানোর চেষ্টা করে।

এসময় কোষ্ট গার্ডের সদস্যরা বোটটিকে ধাওয়া করে আটক করতে সক্ষম হয়। বোটে তল্লাশী চালিয়ে প্লাষ্টিকের বস্তাতে মোড়ানো অবস্তায় ২১ হাজার পিস ইয়াবা সহ ৭ জন পাচারকারী কে আটক করতে সক্ষম হয়। এদের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় মামলা রজু করে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

-বাবু/শোভা
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত