বৃহস্পতিবার ৭ আগস্ট ২০২৫ ২৩ শ্রাবণ ১৪৩২
বৃহস্পতিবার ৭ আগস্ট ২০২৫
কক্সবাজারে কটেজ থেকে ৪ জন উদ্ধার, ১১ দালাল গ্রেফতার
রাশেদুল ইসলাম, কক্সবাজার
প্রকাশ: সোমবার, ৮ আগস্ট, ২০২২, ৩:৩৮ PM
কক্সবাজারে হোটেল মোটেল জোনের কটেজ থেকে ২ শিশুসহ চার জনকে বন্দিদশা থেকে উদ্ধার করেছে ট্যুরিস্ট পুলিশ। সোমবার সকালে ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার রিজিয়নে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানানো হয়।

ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার রিজিয়নের অতিরিক্ত পুলিশ সুপার রেজাউল করিম জানান, কলাতলী শিউলি কটেজে অল্প দামে রুম ভাড়ার আশ্বাস দিয়ে দুই শিশুসহ চারজনকে কটেজ রুমে জিন্মি করে দালাল চক্র।

পরে বন্দি থাকা চারজনকে রুমে জিন্মি করে তাদের সামনে হাজির করে তিনজন যৌনকর্মী। যাদের সাথে সাথে ছবি তুলে স্যোসাল মিডিয়াতে পোস্ট করার হুমকি দেয় দালাল চক্র। দালালদের দাবী ছিল টাকা দিলে তাদের ছেড়ে দেয়া হবে।

রোববার রাতে এই জিন্মিদশার খবর পেয়ে পুলিশ অভিযান পরিচালনা করে শিউলি কটেজে। উদ্ধার করা হয় জিন্মি থাকা শিশুসহ চারজনকে ।

এছাড়া একই রাতে কক্সবাজার হোটেল মোটেল জোনে পর্যটকদের হয়রানী, জিন্মি করে টাকা আদায় ও পতিতা বৃত্তিতে বাধ্য করা ১১ জন দালালকে আটক করে ট্যুরিস্ট পুলিশ।

অতিরিক্ত পুলিশ সুপার রেজাউল করিম জানান, আটক দালালদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হচ্ছে। পাশাপাশি পর্যটকরা যাতে নিরাপদে সমুদ্র সৈকতে ঘুরতে পারেন তার সব ধরণের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে ৷

-বাবু/ফাতেমা
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত