নাটোরের বড়াইগ্রামে যথাযোগ্য মর্যাদায় বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিবের ৯২তম জন্ম বার্ষিকী পালিত হয়েছে।
এ উপলক্ষে সোমবার উপজলা প্রশাসনের আয়োজনে ইউএনও’র সভা কক্ষে নির্বাহী অফিসার মারিয়াম খাতুনের সভাপতিত্বে অপরদিকে বনপাড়া পৌর সভার উদ্যোগে পৌর চত্বরে মেয়র কেএম জাকির হোসেনের সভাপতিত্বে ও বনপাড়া শেখ ফজিলাতুন্নেছা মুজিব মহিলা অনার্স কলেজে অধ্যক্ষ আব্দুর রাজ্জাক মোল্লার সভাপতিত্বে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিবের কর্মময় জীবনের উপরে আলোকপাত করে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
মহিলা অনার্স কলেজে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোর-৪ (গুরুদাসপুর-বড়াইগ্রাম) আসনের সংসদ সদস্য অধ্যাপক মো. আব্দুল কুদ্দুস। বিশেষ অতিথি হিসেবে সভায় বক্তব্য রাখেন পৌর মেয়র কেএম জাকির হোসেন ও উপজেলা আওয়ামী লীগ সভাপতি আব্দুল কুদ্দুস মিয়াজি।
এছাড়া অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সম্পাদক মোয়াজ্জেম হোসেন বাবলু, প্রভাষক শ্যামল কুমার প্রামানিক, গোলাম রসুল মধু, নাজমুল হক শেখ ও রফিকুল ইসলাম প্রমুখ।
-বাবু/ফাতেমা