শনিবার ১২ জুলাই ২০২৫ ২৮ আষাঢ় ১৪৩২
শনিবার ১২ জুলাই ২০২৫
কেন্দুয়ায় সরকারি কলেজ শিক্ষকের বিদায় অনুষ্ঠান পালিত
কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১০ আগস্ট, ২০২২, ৬:৫৭ PM আপডেট: ১০.০৮.২০২২ ৮:১০ PM
নেত্রকোনার কেন্দুয়া উপজেলার কেন্দুয়া  সরকারি কলেজ শিক্ষকের বিদায় অনুষ্ঠান পালন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

বুধবার (১০ আগস্ট) দুপুরে কেন্দুয়া সরকারি কলেজ শিক্ষক পরিষদের উদ্যোগে শিক্ষক  মিলনায়তনে সহকারি অধ্যাপক মোঃ নজরুল ইসলামের শিক্ষকতার জীবন সফলতার সহিত সমাপ্তি করে অবসর যাপনের উদ্দেশ্যে বিদায় অনুষ্ঠানের আয়োজন করা হলো।

কেন্দুয়া সরকারি কলেজে অধ্যক্ষ উত্তম কুমার কর এর সভাপতিত্বে সঞ্চালনা করেন  কলেজ শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক প্রভাষক (ইংরেজি)  বদিউজ্জামান বকুল।

আরো উপস্থিত ছিলেন,সহকারী অধ্যাপক মোঃ রফিকুল ইসলাম, মোঃ জাহাঙ্গীর হোসেন, মোঃ আব্দুর রাজ্জাক, মোঃ আতাউর রহমান, মোঃ শফিকুল ইসলাম, প্রভাষক আহম্মদ আব্দুল্লাহ হারুন,আবুল বাশার মিয়া,  মাহফুজুল হক ভূইয়া, হাফিজুর রহমান, আজিজুল হক, মোঃ মোতাছিম বিল্লাহ, মোঃ বজলুর রহমান, ফারুক আহমেদ, মোঃ শওকত আলী, তিতাস কর,মোজাম্মেল হক, আব্দুল কাদের নয়ন,আব্দুল্লাহ আল নাছির, তৌহিদ হোসেন ভূইয়াসহ শিক্ষক ও কর্মচারীবৃন্দ। 
 
কলেজ অধ্যক্ষ উত্তম কুমার কর বিদায়ী সহকারি অধ্যাপক মোঃ নজরুল ইসলাম সম্পর্কে বলেন, উনি ১৯৮৭ সাল থেকে ২০২২ সালের  আগস্টের ৮ তারিখ পর্যন্ত শিক্ষকতার মহান পেশায় কেন্দুয়া সরকারি কলেজে নিজেকে নিয়োজিত রেখেছেন। তিনি সততার সহিত শিক্ষকতা করেছেন। তিনি আর্দশ শিক্ষক ছিলেন। তার উত্তর উত্তর উন্নতি ও সফলতা কামনা করছি। 

বিদায়ী সহকারি অধ্যাপক মোঃ নজরুল ইসলাম আবেগে আপ্লুত হয়ে বলেন, আমি রাজশাহী মানুষ, আজ থেকে প্রায় দীর্ঘ ৩৫  বছর যাবত কেন্দুয়া সরকারি কলেজে শিক্ষকতার মহান পেশায় নিয়োজিত ছিলাম, শিক্ষকতার পাশাপাশি চলাফেরা করতে কারো মনে কষ্টের কারণ হয়ে থাকলে, আজকের দিনের উপলক্ষে আমাকে মাফ করে দেন।

পরিশেষে, সবার কাছে দোয়া প্রার্থনা করার সময় হ্রদয় বিদারক দৃশ্য দেখা যায়। 

-বাবু/ফাতেমা
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত