নীলফামারীর ডোমারে নিষিদ্ধ মাদকদ্রব্য সেবনের দায়ে দু’জনকে প্রত্যেককে এক মাসের কারাদন্ড ও পাঁচশত টাকা অর্থদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। ভ্রাম্যমাণ আদালতকে সহযোগীতা করেন জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের একটি টিম।
দন্ডপ্রাপ্তরা উপজেলার বোড়াগাড়ী ইউনিয়নের রাজপাড়া গ্রামের মিতু চন্দ্রের ছেলে সবুজ চন্দ্র(২৮) ও পৌরসভা এলাকার পূর্ব চিকনমাটি উদয়ন পাড়ার ফজরুল হকের ছেলে সোহেল রানা(২৬)। তাদের দু’জনের হাতে নিষিদ্ধ মাদকদ্রব্য দুই পিছ করে ট্যাপেনটাডোল পাওয়া যায়।
বুধবার (১০ আগস্ট) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রমিজ আলম উক্ত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা’র অফিস সূত্রে জানাযায়, উপজেলার বেত বাগানে প্রকাশ্যে নিষিদ্ধ মাদক সেবন করছে দুই যুবক। এসময় নীলফামারী মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি টিম অভিযান চালিয়ে তাদেরকে আটক করে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রমিজ আলম। সেখানেই ভ্রাম্যমাণ আদালত বসিয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ অনুযায়ী দুইজনের প্রত্যেককে এক মাসের কারাদন্ড ও পাঁচশত টাকা অর্থদন্ড প্রদান করেন।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রমিজ আলম মাদকসেবীদের কারাদন্ড’র বিষয়টি নিশ্চিত করেন।
-বাবু/ফাতেমা