রবিবার ৬ জুলাই ২০২৫ ২২ আষাঢ় ১৪৩২
রবিবার ৬ জুলাই ২০২৫
আবারো জেলার শ্রেষ্ঠ ওসি শেখ মোহাম্মদ আলী
রাশেদুল ইসলাম, কক্সবাজার
প্রকাশ: বৃহস্পতিবার, ১১ আগস্ট, ২০২২, ১১:১২ AM
আবারো জেলার শ্রেষ্ঠ ওসির পুরস্কার পেয়েছেন কক্সবাজার জেলার উখিয়া থানার ওসি শেখ মোহাম্মদ আলী। গত সোমবার সকালে পুলিশ সুপার কার্যালয়ে অনুষ্ঠিত অপরাধ পর্যালোচনা সভায় (সদ্য পদোন্নতি প্রাপ্ত এডিশনাল ডিআইজি) পুলিশ সুপার মোঃহাসানুজ্জামান তার হাতে ক্রেস্ট তুলে দেন।

পুলিশ সূত্রে জানা যায়, ইয়াবা সম্রাট নামে খ্যাত রোহিঙ্গা শফিউল্লাহকে গত ৩ জুলাই উখিয়া থানা পুলিশ গ্রেফতার করে।

পরে তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ গভীর রাতে উখিয়ার পাতাবাড়ি পাহাড়ি এলাকা থেকে ২০ হাজার ইয়াবা উদ্ধার করে। পরে শফিউল্লাহ পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেন, তিনি প্রতি মাসে ৩০ থেকে ৪০ লাখ ইয়াবা মিয়ানমার থেকে নানা কৌশলে উখিয়ার আশ্রয়শিবিরে নিয়ে এসে দেশের বিভিন্ন অঞ্চলে সরবরাহ হয়। আর এই অভিযানে নেতৃত্বদেন ওসি শেখ মোহাম্মদ আলী।

এ ছাড়া সন্ত্রাস ও মাদক প্রতিরোধে আইনশৃংখলার উন্নতি অব্যাহত রাখায় ওসি শেখ মোহাম্মদ আলী কে শ্রেষ্ঠ ওসির পুরস্কার দেয়া হয়।

সভায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, পিবিআই, সিআইডির উর্ধতন কর্মকর্তা, কক্সবাজার জেলার অতিরিক্ত পুলিশ সুপার, সকল সার্কেল অফিসার এবং প্রত্যেক থানার অফিসার ইনচার্জবৃন্দ উপস্থিত ছিলেন৷

-বাবু/শোভা
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত