নেতকোনার কেন্দুয়া উপজেলায় বিদ্যুৎ স্পর্শে কৃষকের মৃত্যুর ঘটনা ঘটেছে।
বুধবার (১০ আগস্ট) বিকেলে নেত্রকোনার কেন্দুয়ায় জমির ক্ষেতে পানি দিতে গিয়ে সেচ মটারের বিদ্যুতের তারে জড়িয়ে মনির হোসেন (২৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।
মনির হোসেন উপজেলার বলাইশিমুল ইউনিয়নের নোয়াদিয়া দরগাবাড়ি গ্রামের আব্দুর রউফ ওরফে তোতা মিয়ার ছেলে। বাড়ির পাশের হাওরে ঘটনাটি ঘটেছে।
কেন্দুয়া থানা পুলিশ ও পল্লীবিদ্যুৎ অফিস সূত্রে জানা যায়, বুধবার দুপুর দিকে মনির হোসেন তার নিজের জমি চাষের পানির জন্য নিজ মিটার হতে মটারে বিদ্যুৎতের তার সংযোগ দিতে গেলে বিদ্যুতায়িত হন। পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মনির হোসেনকে মৃত ঘোষণা করেন।
এ ব্যাপারে কেন্দুয়া থানার এসআই মোহাম্মদ আলী জানান, পরিবারের আপত্তি না থাকায় মরদেহ হস্তান্তর করা হয়েছে এবং থানায় ইউডি মামলা দায়ের করা হয়েছে।
-বাবু/শোভা