সোমবার ৭ জুলাই ২০২৫ ২৩ আষাঢ় ১৪৩২
সোমবার ৭ জুলাই ২০২৫
কঠোর নিরাপত্তা ব্যবস্থায় শুরু হয়েছে কল্লা শহীদের বার্ষিক ওরস
আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১১ আগস্ট, ২০২২, ১২:৪১ PM
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া খরমপুরে শাহ সৈয়দ আহাম্মদ গেছুদারাজ (রহ.) ওরফে শাহ পীর কল্লা শহীদের মাজারের সাত দিনব্যাপী বার্ষিক ওরস বুধবার থেকে শুরু হয়েছে। আগামী ১৪ আগস্ট রোববার দিবাগত রাত ১২টা ০১ মিনিটে অনুষ্ঠিত হবে বিশেষ মোনাজাত।

তাছাড়া ১৬ আগস্ট পর্যন্ত সপ্তাহব্যাপী ওরস এবং মাসব্যাপী মেলাকে কেন্দ্র করে প্রতিদিন ৪০ থেকে ৫০ হাজার লোকের আগমন ঘটে মাজারে। এ ওরসে আগত মাজারের ভক্ত-আশেকান ইবাদত-বন্দেগি, নামাজ, জেয়ারত, কোরআন তেলাওয়াত, মিলাদ, তবররক বিতরণ, মাজার এলাকায় আইনশৃঙ্খলা, স্বাস্থ্য ও পরিবেশ সংরক্ষণ সংক্রান্ত গুরুত্বপূর্ণ কর্মসূচি নির্বিঘ্নে পালনে প্রশাসনও নিয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা।

মাজার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম খাদেম (মিন্টু) বলেন, সুষ্ঠুভাবে ওরস উদযাপনে আমরা সব ধরনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করেছি।

মাজার পরিচালনা কমিটির সহসভাপতি আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা অংগ্যজাই মারমা মাজারে আগত ভক্ত-আশেকানদের স্বাস্থ্যবিধি মেনে চলার আহবান জানিয়েছেন তিনি বলেন ওরসে আগত মাজারের ভক্ত-আশেকানদের ইবাদত-বন্দেগি, নির্বিগ্নে করার জন্য ওরস চলাকালীন সময়ে মাজার এলাকায় মাইকে গান বাজনা করলে তা জব্দ করার কথাও বলেন।

এ ব্যাপারে ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক ও মাজার কমিটির সভাপতি মোঃ শাহগীর আলম মুঠোফোনে বাংলাদেশ বুলেটিনকে জানান, খরমপুর কেল্লা শাহ্ বাবার ওরস উপলক্ষে যে কোনো নাশকতা এড়াতে নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পুলিশ, র‌্যাব, বিজিবি, বিভিন্ন গোয়েন্দা সংস্থাসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রায় চার শতাধিক সদস্য ওরসে মাজার এলাকার নিরাপত্তায় নিয়োজিত আছেন এবং মাজার এলাকায় ৪০টি সিসিটিভি ক্যামেরার মাধ্যমে সার্বক্ষনিক মনিটরিং করা হচ্ছে।

উল্লেখ্য করোনা ভাইরাসের কারণে বিগত ২০২০ ও ২০২১ সনে জনস্বাস্থ্যের কথা চিন্তা করে ওরশ উদযাপন করা হয়নি।

-বাবু/শোভা
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত