শুক্রবার ১৮ জুলাই ২০২৫ ৩ শ্রাবণ ১৪৩২
শুক্রবার ১৮ জুলাই ২০২৫
কমলগঞ্জ সাংবাদিক আব্দুল বাছিত খান কে কুপিয়ে গুরুতর আহত করেছে দুর্বৃত্তরা
আলমগীর হোসেন, কমলগঞ্জ
প্রকাশ: শনিবার, ১৩ আগস্ট, ২০২২, ৭:২৭ PM
মৌলভীবাজার মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় স্থানীয় সাংবাদিক আব্দুল বাছিত খান(৩৬)কে কুপিয়ে গুরুতর আহত করেছে দুর্বৃত্তরা। এতে ওই সাংবাদিক গুরুতর আহত হয়ে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন।

শনিবার দুপুরে কমলগঞ্জ উপজেলার মুন্সীবাজার ইউনিয়নের উবাহাটা গ্রাম এলাকায় এই হামলার ঘটনা ঘটে। সাংবাদিক আব্দুল বাছিত খান এসময় মৃত্তিজ্ঞা চা বাগান শ্রমিক ধর্মঘটের সংবাদ সংগ্রহ করে উপজেলা সদরে ফিরছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানায়, সাংবাদিক আব্দুল বাছিত খান উবাহাটা নামক স্থানে পৌছলে দুটি মোটর সাইকেলে ৪-৫ জনের একদল ধারালো অস্ত্রধারী দুর্বত্ত ঘটনাস্থলে পৌছে তার গতি রোধ করে এলোপাতাড়ি কুপাতে থাকে। এতে তিনি মাটিতে লুটিয়ে পড়েন।

পরে সন্ত্রাসীরা চলে গেলে এলাকাবাসী তাকে উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে আসেন। অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য কর্তব্যরত চিকিৎসক তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। আব্দুল বাছিত খান নতুন দিন ও খবরপত্র পত্রিকায় কাজ করেন বলে তার সহকর্মীরা জানিয়েছেন।মৌলভীবাজার জেলার পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া বিষয়টি নিশ্চিত করে  জানান, এ ঘটনা শুনেছি যারা এঘটনার সাথে জড়িত তাদেরকে গ্রেফতার করতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

-বাবু/ফাতেমা

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত