হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী স্বাধীনতার মহান স্হপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ পঁচাত্তর এর ১৫ আগস্টের সকল শহিদ স্মরণে ৪৭ তম জাতীয় শোক দিবস যথাযথ মর্যাদায় পালনের লক্ষ্য বরগুনার তালতলী উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে দলীয় কার্যালয়ে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার(১৩আগস্ট) দুপুরে উপজেলা আওয়ামী লীগের দলিয় কার্যালয় যুগ্ম সাধারণ সম্পাদক ইউসুফ আলীর সঞ্চলনায় ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি রেজবি-উল-কবিরের সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ সহ দলীয় অঙ্গ ও সহযোগী সংগঠন নেতাকর্মীরা ।
এ সময় বক্তারা বলেন (বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান) বাংলাদেশ নামে দেশটি উপহার দিল তাঁকে বাঁচতে দিল না ঘাতকরা। পৃথিবীর ইতিহাসে এমন ঘৃণ্য ঘটনা হয়তো দ্বিতীয়টি খুঁজে পাওয়া যাবে না। বঙ্গবন্ধু সহ তার পরিবারের সদস্য দের হত্যার মধ্য দিয়ে দেশকে পিছিয়ে দেয়ার চক্রান্ত করা হয়েছিল কিন্তু তারপরেও নানান চড়াই-উৎরাই পেরিয়ে আজ বাংলাদেশ বিশ্বের কাছে উন্নয়নের রোল মডেল মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সহসী নেতৃত্বে দেশ সামনের দিকে এগিয়ে চলছে। পরে শোকাবহ ১৫ ই আগষ্ট উপলক্ষে উপজেলার বিভিন্ন ইউনিয়নে কর্মসূচি নির্ধারণ করে সার্বিক পরিকল্পনা করা হয়। সকল নেতা কর্মীদের শোক দিবসের কর্মসূচি বাস্তবায়নের প্রস্তুতি গ্রহনের জন্য অবগত করে দায়িত্ব বন্টন করা হয়।
-বাবু/ফাতেমা