মরন তোমারে পারেনা মুছিতে, ওরা জানেনা তা কোটি হৃদয়ে অবিনশ্বর তুমি বাঙ্গালি জাতির পিতা!
এই শব্দ চয়ন উল্লেখ করে কাঠপেন্সিলে জাতির পিতা বঙ্গবন্ধুর ছবি এঁকে এবার প্রশংসায় মুখরিত হয়ে উঠেছেন লক্ষ্মীপুর জেলাধীন রায়পুর উপজেলা নির্বাহি অফিসার (UNO) অন্জন দাশ।
গত ১২ আগষ্ট ইউএনও অন্জন দাশ তার ব্যাক্তিগত ফেসবুক আইডি থেকে বঙ্গবন্ধুর অবয়ব পেন্সিলে আঁকা ছবিটি আপলোড দিলে নিমিশেই সেটি ভাইরাল হতে থাকে। ছবিটি আপলোড দিয়ে তার ক্যাপশনে লিখেছিলেন "তোমাতে আমার এই অতি ক্ষুদ্র নিবেদন"। ছবিটি আপলোড দিলেই ক্ষনিকের মধ্যেই উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ মামুনুর রশীদ, পৌর মেয়র গিয়াস উদ্দিন রুবেল ভাটসহ বিভিন্ন সরকারি-বেসরকারি কর্মকর্তা কর্মচারিসহ অসংখ্য লোকজন তার প্রশংসা করতে থাকেন।
প্রকাশ থাকে যে, উপজেলায় অনুষ্ঠিতব্য বিভিন্ন জাতীয় দিবসের পোগ্রামেও অন্জন দাশকে মঞ্চে উঠে নিজ গলায় গান গাইতে দেখা যায়। এছাড়া Anjan das নামক তার ব্যাক্তিগত ফেসবুক পেইজে বিভিন্ন সময়ে তার বাঁশি বাজানোর ভিডিও আপলোড দিলেও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক ভাবে ভাইরাল হতে দেখা যায়। বঙ্গবন্ধুর ছবিটি আপলোড দেওয়ার এক সপ্তাহ পূর্বে থেকে কাজের ফাঁকে ফাঁকে ছবিটি তিনি অঙ্কন করেন বলে এই প্রতিবেদককে জানান।
-বাবু/শোভা