শনিবার ১২ জুলাই ২০২৫ ২৮ আষাঢ় ১৪৩২
শনিবার ১২ জুলাই ২০২৫
নড়াইলে হাতুড়িপেটায় আহত কিশোরের মৃত্যু
জান্নাতুল বিশ্বাস, নড়াইল
প্রকাশ: রবিবার, ১৪ আগস্ট, ২০২২, ৩:৪৪ PM
নড়াইলে হাতুড়িপেটায় আহত শারীরিক প্রতিবন্ধী জুয়েল ভূঁইয়া (১৮) তিন দিন পর মারা গেছেন। শনিবার (১৩ আগস্ট) সন্ধ্যা ৭টার দিকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। জুয়েল সদর উপজেলার বাঁশগ্রাম ইউনিয়নের কর্মচন্দ্রপুর গ্রামের পান্নু ভূঁইয়ার ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, কর্মচন্দ্রপুর গ্রামে সিকদার ও ভূঁইয়া বংশের  আধিপত্য বিস্তার নিয়ে দ্ব›দ্ব চলে আসছিল। শারীরিক প্রতিবন্ধী জুয়েল বাড়ির পাশর্^বর্তী মাদ্রাসা বাজারে একটি দোকানের কর্মচারি হিসেবে কাজ করতো। মঙ্গলবার (৯ আগস্ট) সকাল ৯টায় ভ্যানে দোকানে আসার পথে বেদভিটা নামক স্থানে পৌছালে কর্মচন্দ্রপুর গ্রামের ইয়াসিন, ফিরোজ,হাফেজসহ ৬জন তাকে হাতুড়ি দিয়ে মাথায়সহ শরীরের বিভিন্ন জায়গায় জখম করে। ঘটনার পর তার আর জ্ঞান ফেরেনি। শনিবার সন্ধ্যায় তার মুত্যু হয়েছে।

এ ঘটনায় মঙ্গলবার রাতে জুয়েলের চাচা মান্নান ভূঁইয়া বাদি হয়ে ৬জনকে আসামি করে সদর থানায় মামলা করেন। এদিকে শনিবার রাতে জুয়েলের মৃত্যুর খবর এলাকায় ছড়িয়ে পড়লে আসামি পক্ষের ৫/৬টি পরিবারের বাড়িঘর ভাংচুর করেছে নিহত জুয়েলের স্বজনরা। বাড়িঘর ভাংচুর এর সময় পুলিশ ১২ জনকে আটক করেছে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি (চলতি দায়িত্বে) মো. মাহমুদুর রহমান নিহতের বিষয়টি নিশ্চিত করে বলেন, জুয়েলের ওপর হামলার ঘটনায় তার চাচা বাদি হয়ে ৬জনকে আসামি করে সদর থানায় একটি মামলা দায়ের করেন। এ মামলার প্রধান আসামি আতিয়ার সিকদারকে ঘটনার পর গ্রেফতার করা হয়েছে।

তিনি আরো বলেন, ৫/৬ টি বাড়িঘর ভাংচুর করা হয়েছে। এসময় ১২ জনকে আটক করা হয়েছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হযেছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।

-বাবু/ফাতেমা
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত