জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান -এর ৪৭তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস-২০২২ উপলক্ষে শিশু চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
সোমবার (১৫ই আগস্ট) জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক কেন্দ্রের উদ্যোগে নতুন একাডেমিক ভবনের নিচতলায় ‘জাতির জনক ও বাংলাদেশ’ শিরোনামে শিশু চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়।
পুরান ঢাকার বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা এতে অংশগ্রহণে করেন। প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সবাই ছিল শিশু।
এসময় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ইমদাদুল হক এবং ট্রেজারার অধ্যাপক ড. কামালউদ্দীন আহমদ সহ বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় চেয়ারম্যানবৃন্দ, শিক্ষক সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক, রেজিস্ট্রার, প্রভোস্ট, প্রক্টর সহ বিভিন্ন বিভাগের শিক্ষক, কমকর্তা এবং কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
চিত্রাঙ্কন প্রতিযোগিতা বিষয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক কেন্দ্রের সাধারণ সম্পাদক সাহিদুল ইসলাম ভূঁইয়া বলেন, আমরা প্রতিবছর জাতির পিতার শাহাদাত বার্ষিকীতে শিশু চিত্রকর্ম প্রতিযোগিতা ও চিত্র প্রদর্শনীর আয়োজন করে থাকি। চিত্রাঙ্কনের মাধ্যমে শিশুদের মাঝে বঙ্গবন্ধুকে ধারণ করতে পারে এজন্য আমাদের এ আয়োজন।
জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক কেন্দ্রের সভাপতি আসফিকুর রহমান বলেন, বঙ্গবন্ধুর আদর্শ শিশুদের মাঝে ছড়িয়ে দিতে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছ। শতাধিক শিক্ষার্থী এতে অংশ করে।
-বাবু/শোভা