হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী, স্বাধীনতার মহান স্থপতি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭ তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস ২০২২ উদযাপন উপলক্ষে সখীপুর উপজেলা প্রশাসনের আয়োজনে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির মাধ্যমে জাতীয় শোক দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপন করা হয়েছে।
সোমবার (১৫ আগস্ট) সকালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন করেন সখীপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফারজানা আলম সহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ এবং উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের পর সখীপুর বাজারের মোক্তার ফোয়ারা চত্বর থেকে শোক র্যালি উপজেলা পরিষদ কমপ্লেক্সের সামনে এসে সমাপ্তি হয়। পরবর্তীতে উপজেলা পরিষদ মিলনায়তনে জাতীয় শোক দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সখীপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফারজানা আলমের সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন সখীপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান জুলফিকার হায়দার কামাল, সাবেক সংসদ সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অনুপম শাহজাহান জয়, সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব শওকত শিকদার, পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা আবু হানিফ আজাদ, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ইদ্রিস আলী শিকদার, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সাবেক কমান্ডার অধ্যক্ষ এম ও গণি, সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সাইদুর রহমান, সরকারি সা'দত বিশ্ববিদ্যালয় কলেজের সাবেক অধ্যক্ষ চর্যাপদ গবেষক প্রফেসর আলীম মাহমুদ, ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি লিমিটেডের পরিচালক ইঞ্জিনিয়ার আতাউল মাহমুদ, সখীপুর আবাসিক মহিলা অনার্স কলেজের সাবেক অধ্যক্ষ রেণুবর রহমান, সখীপুর পি এম পাইলট গভমেন্ট মডেল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ কে বি এম খলিলুর রহমান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শফিউল ইসলাম (কাজী বাদল), মহিলা ভাইস চেয়ারম্যান জাহানারা (লুৎফা আনোয়ার), উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রুহুল আমীন রতন, পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ রুহুল আমীন, সমাজসেবা কর্মকর্তা মনসুর আহমেদ, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ মফিজুল ইসলাম, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রাফেউল ইসলাম, ইউসিসিএল লিমিটেড এর চেয়ারম্যান কে বি এম রুহুল আমিন সহ উপজেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের দাপ্তরিক কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ, এলাকার গণ্য মান্য ব্যক্তিবর্গ ও বিভিন্ন স্কুলের শিক্ষার্থীবৃন্দ।
এছাড়াও সখীপুর উপজেলা আওয়ামী লীগ কর্তৃক দলীয় কার্যালয়ে সকালে দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এ সময় দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব শওকত শিকদার, সাধারণ সম্পাদক অনুপম শাহজাহান জয়, উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ সভাপতি আতিকুর রহমান বুলবুল, সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সুলতান শরীফ পান্না, সাবেক সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম খান, উপজেলা আওয়ামী লীগের সাবেক সদস্য অধ্যক্ষ সাঈদ আজাদ, পৌর আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক আহাম্মদ আলী মিয়া, উপজেলা কৃষকলীগের সভাপতি অধ্যক্ষ রহিজ উদ্দিন, উপজেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি মোসলিমা খাতুন, যাদবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান একেএম আতিকুর রহমান, বহেড়াতৈল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওয়াদুদ হোসেন, দাড়িয়াপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনসার আলী আসীফ, গজারিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এ্যাডভোকেট আনোয়ার হোসেন, উপজেলা যুবলীগের সাবেক সভাপতি মোঃ খলিলুর রহমান, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি কামরুল হাসান, উপজেলা যুবলীগের আহ্বায়ক এম এ সবুর, পৌর যুবলীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন রাজু, পৌর মহিলা আওয়ামীলীগের সভাপতি শিল্পী আক্তার, সাধারণ সম্পাদক আর্জিনা আক্তারসহ উপজেলা আওয়ামীলীগ, পৌর আওয়ামী লীগ, উপজেলা যুবলীগ, পৌর যুবলীগ, উপজেলা স্বেচ্ছাসেবকলীগ, ছাত্রলীগ, কৃষকলীগ, শ্রমিকলীগ, মহিলা আআওয়ামীলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উপজেলা পরিষদ মিলনায়তনে "বঙ্গবন্ধু ও বাংলাদেশ বিষয়ক" কবিতা আবৃত্তি গান ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় । প্রতিযোগিতায় প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের প্রায় দুই শতাধিক প্রতিযোগী অংশগ্রহণ করে। উপজেলা প্রশাসন কর্তৃক আলোচনা সভা শেষে বিজয়ী মাঝে পুরষ্কার বিতরণ করা হয় এবং যুবকদের মাঝে যুব ঋণ বিতরণ করা হয়। উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়, মাধ্যমিক বিদ্যালয় ও বিভিন্ন কলেজে বৃক্ষরোপণ করা হয়েছে। জাতীয় শোক দিবস উপলক্ষে নিউ শুভেচ্ছা নার্সিং হোমের আয়োজনে প্রায় শতাধিক ব্যক্তির রক্তের গ্রুপ নির্ণয় করা হয়েছে।
-বাবু/ফাতেমা