শনিবার ১২ জুলাই ২০২৫ ২৮ আষাঢ় ১৪৩২
শনিবার ১২ জুলাই ২০২৫
ভারতের স্বাধীনতা দিবস : আখাউড়ায় বিজিবি-বিএসএফ মিষ্টি বিনিময়
আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৫ আগস্ট, ২০২২, ৫:৫২ PM
ভারতের ৭৬তম স্বাধীনতা দিবস উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সীমান্তের চেকপোস্টে বিজিবিকে মিষ্টি উপহার দিয়ে শুভেচ্ছা বিনিময় করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ।

সোমবার (১৫ আগস্ট) সকাল ১১ টায় সীমান্তের শূন্য রেখায় ভারতের ১২০ বিএসএফ ব্যাটালিয়নের এর হেড অফ কনস্টেবল দাদন মিশ্রা বিজিবি ৬০ ব্যাটালিয়নের আখাউড়া আইসিপির কোম্পানি কমান্ডার নায়েক সুবেদার কামাল হোসেনের হাতে মিষ্টি উপহার দিয়ে শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় চেকপোস্ট শূন্যরেখায় কর্তব্যরত বিজিবি-বিএসএফ সদস্যরাসহ উপস্থিত ছিলেন আখাউড়া শুল্ক স্টেশনের আরও মিজানুর রহমান চৌধুরী, স্হলবন্দরের সহকারী পরিচারক আতিকুর রহমান এবং ভারতের কাস্টমস ইনচার্জ পানিসধর ও স্হলবন্দর ইনচার্জ নন্দী বাবু প্রমুখ।

আখাউড়া আইসিপি ক্যাম্প কমান্ডার নায়েক সুবেদার কামাল হোসেন বলেন, সীমান্তে সৌহার্দ ও সম্প্রীতি বজায় রেখে দায়িত্ব পালনের লক্ষ্যে দুই দেশের বিভিন্ন ধর্মীয় ও জাতীয় উৎসবগুলোতে বিজিবি-বিএসএফ একে অপরকে মিষ্টি ও বিভিন্ন সামগ্রী উপহার দিয়ে শুভেচ্ছা জানিয়ে থাকে। এতে সীমান্তে দায়িত্ব পালনরত দুই বাহিনীর মাঝে বিরাজমান সুসম্পর্ক আরও সুদৃঢ় হয়।

-বাবু/ফাতেমা

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত