‘বাল্য বিয়ে রোধ করি, কন্যাশিশুর ভবিষ্যৎ গড়ি’ এ স্লোগান নিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৪৭তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে সীতাকুণ্ড উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের বিল বোর্ড স্থাপন করা হয়েছে।
আজ সোমবার (১৫ জুলাই) সকাল সাড়ে ১১ টার সময় উপজেলা পরিষদের সামনে বিল বোর্ডের উদ্ভোধন করা হয়।
উপজেলা পরিষদ প্রাঙ্গণে অবস্থিত বিল বোর্ডটির উদ্বোধন করেন সংসদ সদস্য আলহাজ্ব দিদারুল আলম (এমপি)।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব এস এম আল মামুন ও উপজেলা নির্বাহী অফিসার মো: শাহাদাত হোসেন, উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার জিয়াউল কাদের, ইউপি চেয়ারম্যান তাজুল ইসলাম নিজামী, সীতাকুণ্ড প্রেস ক্লাব সভাপতি সৌমিত্র চক্রবর্তী, উপজেলা পরিবার পরিকল্পনা সহকারী পলাশ কুমার, রেহেনা আকতার, আবদুল হালিম, পরিবার পরিকল্পনা পরিদর্শক সাইফুল ইসলাম, জামশেদুর রহমান, হারুন অর রশীদ, আলতাফ হোসেন, কাজী তাজ উদ্দিন, অভি দত্ত, তসলিম উদ্দিন, জাহেদ হাসান সুমন ও রুবেল দাশ প্রমুখ।
এ সময় সংসদ সদস্য দিদারুল আলম বলেন, বাল্য বিবাহ রোধে পরিবার পরিকল্পনা কার্যালয় কর্তৃক প্রচারের এই উদ্যোগকে সাধুবাদ জানান তিনি।
-বাবু/ফাতেমা