রবিবার ১৩ জুলাই ২০২৫ ২৯ আষাঢ় ১৪৩২
রবিবার ১৩ জুলাই ২০২৫
কুড়িগ্রামে বঙ্গবন্ধু’র ৪৭তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত
আনোয়ার হোসেন, কুড়িগ্রাম
প্রকাশ: সোমবার, ১৫ আগস্ট, ২০২২, ৬:৪৩ PM আপডেট: ১৫.০৮.২০২২ ৭:১২ PM
যথাযোগ্য মর্যাদায় কুড়িগ্রামে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে । 

দিবসটি উপলক্ষে জেলা প্রশাসন ও জেলা আওয়ামীলীগ সহ বিভিন্ন সংগঠন দিনব্যাপি পৃথক পৃথক কর্মসূচি পালন করে। 

সোমবার সকাল সাড়ে ৭টায় জেলা আওয়ামীলীগের উদ্যোগে দলীয় কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে কালো পতাকা উত্তোলন, জাতীয় ও দলীয় পতাকা অর্ধনমিত করা হয়। পরে জাতির জনকের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ সহ  দোয়া মাহফিল, শোক র‍্যালি ও দুঃস্থদের মাঝে খাবার বিতরণ সহ সমাবেশের আয়োজন করা হয়। 

জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি চাষি এমএ করিমের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সদর উপজেলার চেয়ারম্যান আমান উদ্দিন আহমেদ মঞ্জু, আওয়ামীলীগ নেতা শেখ বাবুল, আ.ন.ম. ওবাইদুর রহমান, জিল্লুর রহমান টিটু, আবুল কালাম আজাদ, মোস্তাফিজার রহমান সাজু, আতাউর রহমান বিপ্লব প্রমুখ।

অপরদিকে, জেলা প্রশাসনের উদ্যোগে স্বাধীনতার বিজয় স্তম্ভ চত্ত্বরে বিভিন্ন সরকারী বেসরকারী প্রতিষ্ঠান, বিভিন্ন রাজনৈতিক দল, শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন জাতির জনকের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করেন। 

এছাড়াও শেখ রাসেল অডিটরিয়ামে অনুষ্ঠিত হয় শোক দিবসের আলোচনা সভা। এতে বক্তব্য রাখেন- জেলা প্রশাসক মোহাম্মদ রেজাউল করিম, জেলা আওয়ামীলীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান মোঃ জাফর আলী ,পৌর মেয়র কাজিউল ইসলামসহ সরকারি-বেসরকারি কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দ। 

এছাড়া জেলা পরিষদের উদ্যোগে হতদরিদ্রদের মাঝে কাপড়, খাদ্য ও নগদ অর্থ বিতরণ, জেলা যুবলীগের উদ্যোগ বাস টার্মিনাল এলাকায় সমাবেশ ও দুস্থদের মাঝে খাদ্য বিতরণ করা হয় । 

এসময় বক্তব্য রাখেন জেলা যুবলীগের আহবায়ক আলহাজ রুহুল আমিন দুলাল, আতাউর রহমান বিপ্লব, রাজু শিকদার, সফিকুল ইসলাম শাকিব, রতন সরকার ও তুহিন আলী।  এছাড়াও বিভিন্ন সংগঠন সারাদিন ব্যাপি বিভিন্ন কর্মসূচি পালন করে। 

-বাবু/ফাতেমা

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত