মঙ্গলবার ১৫ জুলাই ২০২৫ ৩১ আষাঢ় ১৪৩২
মঙ্গলবার ১৫ জুলাই ২০২৫
বিনম্র শ্রদ্ধায় বঙ্গবন্ধুকে স্মরণ করল জাতি
প্রকাশ: সোমবার, ১৫ আগস্ট, ২০২২, ৯:২৯ PM
১৯৭৫ সালের ১৫ আগস্ট রাতে ঘাতকদের নির্মম বুলেটে ধানমন্ডির ৩২ নম্বর সড়কের ঐতিহাসিক ভবনে শহীদ হন হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। সেই রাতে প্রাণ হারান বঙ্গবন্ধুর সহধর্মিণী ফজিলাতুন্নেছা মুজিব, ছেলে শেখ কামাল, শেখ জামাল ও শেখ রাসেল, পুত্রবধূ সুলতানা কামাল ও রোজী জামাল, ভাই শেখ নাসের ও কর্নেল জামিল। জাতীয় শোক দিবসে বিনম্র শ্রদ্ধায় বঙ্গবন্ধু ও তার পরিবারের শহীদদের স্মরণ করেছে জাতি। 

দিবসটি উপলক্ষে আজ সোমবার বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানায় দেশবাসী। এছাড়াও মিলাদ মাহফিল, আলোচনা সভা, কালো ব্যাজ ধারণ ও কাঙ্গালী ভোজের আয়োজন করা হয়। বিস্তারিত জেলা ও উপজেলা প্রতিনিধিদের পাঠানো খবরে-

টাঙ্গাইল : জেলা প্রশাসন কার্যালয়ের সামনে জনসেবা চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানানো হয়। প্রথমে জেলা প্রশাসক ড. মো. আতাউল গনি শ্রদ্ধা জানান। এরপর জেলা আওয়ামী লীগের সভাপতি ফজলুর রহমান খান ফারুক ও সাধারণ সম্পাদক জোয়াহেরুল ইসলাম জোয়াহের এমপি, টাঙ্গাইল-৫ আসনের সংসদ সদস্য ছানোয়ার হোসেন, পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার, পৌরসভার মেয়র এসএম সিরাজুল হক আলমগীর, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা খোন্দকার ফরহাদ আহমদ, সিভিল সার্জন ডা. আবুল ফজল মো. সাহাবুদ্দিন খান, উপজেলা চেয়ারম্যান শাহজাহান আনছারী, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা রানুয়ারা খাতুনসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা শ্রদ্ধা জানান।

সিরাজগঞ্জ : বঙ্গবন্ধুর জীবনীর উপর আলোচনা সভা, চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা,  প্রামাণ্য চিত্র প্রদর্শন, বিশেষ প্রার্থনা এবং পুষ্পস্তবক অর্পণসহ সিরাজগঞ্জে নানা আয়োজনে শোক দিবস পালিত হয়েছে। জেলা প্রশাসনের আয়োজনে শহীদ এম মুনসুর আলী অডিটোরিয়ামে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। জেলা প্রশাসক ড. ফারুক আহাম্মদের সভাপতিত্বে এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য ডা. হাবিবে মিল্লাত।

বাগেরহাট : দিনটি উপলক্ষে কেন্দ্রীয় শহীদ মিনার সংলগ্ন বঙ্গবন্ধুর ম্যুরালের সামনে জেলার সর্বস্তরের মানুষের ঢল নামে। প্রথমেই ১৫ আগস্টে শহীদদের রুহের মাগফেরাতের উদ্দেশ্যে বিশেষ দোয়া ও মোনাজাত করেন বাগেরহাট কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা আবুল কালাম আজাদ। পরে জেলা প্রশাসনের পক্ষে বঙ্গবন্ধুর ম্যুরালে পুস্পস্তবক অর্পণ করেন জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক খোন্দকার মোহাম্মদ রিজাউল করিম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট হাফিজ আল আসাদ। এরপর পুষ্পস্তবক অর্পণ করেন পুলিশ সুপার কেএম আরিফুল হক।

ভোলা : ভোলা, বোরহান উদ্দিন, দৌলতখান, লালমোহন, তজুমদ্দিনে, চরফ্যাশন ও মনপুরায় নানা আয়োজনের মধ্য দিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান’র ৪৭তম শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে। জেলা, উপজেলা প্রশাস, পুলিশ প্রশাসন, জেলা পুনাক ও আওয়ামী লীগের আয়োজনে জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, দোয়া, জাতীয় পতাকা উত্তোলন, শোক র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।

বগুড়া : জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বটতলায় বঙ্গবন্ধুর অস্থায়ী প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। প্রথমে বগুড়া জেলা প্রশাসক মো. জিয়াউল হক,  জেলা পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্তী, জেলা আওয়ামী লীগের সভাপতি মজিবর রহমান মজনু, সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু, জেলা পরিষদের প্রশাসক ডা. মকবুল হোসেন, নির্বাহী কর্মকর্তা আশরাফুল মোমিন খান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মাসুম আলী বেগ, সিআইডি পুলিশ সুপার কাউছার সিকদার, জেলা অতিরিক্ত ম্যাজিস্ট্রেট সালাউদ্দিন আহম্মেদ পুষ্পস্তবক অর্পণ করেন।

ফরিদপুর : দিসবটি উপলক্ষে ঐতিহাসিক অম্বিকা হলে স্থাপিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। জেলা প্রশাসকের নেতৃত্বে জেলা প্রশাসন, পুলিশ সুপারের নেতৃত্বে পুলিশ প্রশাসন, জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের নেতৃত্বে, মুক্তিযোদ্ধা সংসদ, আওয়ামী লীগের বিভিন্ন সহযোগী এবং অঙ্গ সংগঠন ছাড়াও ফরিদপুর প্রেসক্লাব, বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন পুষ্পস্তবক অর্পণ করে জাতির জনকের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানায়। একইসঙ্গে এলজিইডির প্রধান অফিসসহ সরকারি-বেসরকারি সকল অফিসে দোয়া মাহফিল ও আলোচনা সভার আয়োজন করা হয়।

যশোর : দিবসটি উপলক্ষে দেশের সর্ববৃহৎ বঙ্গবন্ধুর ম্যুরালে শ্রদ্ধাঞ্জলি জানিয়েছে যশোরের সর্বস্তরের মানুষ। শহরের বকুলতলাস্থ বঙ্গবন্ধুর ম্যুরালে প্রথমে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন জেলা প্রশাসক মো. তমিজুল ইসলাস খান ও যশোর-৩ আসনের সংসদ সদস্য কাজী নাবিল আহম্মেদ। এরপর পুলিশ বিভাগসহ বিভিন্ন প্রতিষ্ঠান, সংস্থা ও আওয়ামী লীগের অঙ্গ সংগঠন, প্রেসক্লাব যশোর, ও বিভিন্ন সাংবাদিক সংগঠন, সামাজিক সংগঠন, বিভিন্ন সাংস্কৃতিক শিল্পী সংগঠন, যশোর এলজিইডি, সড়ক জনপদ বিভাগ, যশোর গণপূর্ত বিভাগ, জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগ, শিক্ষা, স্বাস্থ্য প্রকৌশল বিভাগ, যশোর মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডসহ বিভিন্ন শ্রমিক সংগঠন ম্যুরালে পুষ্পার্ঘ্য অর্পণ করে।

বরিশাল : দিবসটি উপলক্ষে জাতীয় ও শোক পতাকা উত্তোলন করার মাধ্যমে মহানগর ও জেলা আওয়ামী লীগসহ অঙ্গ ও সহযোগী সংগঠন এবং সরকারি প্রশাসনিক কর্মকর্মর্তা, বঙ্গবন্ধুর মুর‌্যালে শ্রদ্ধা নিবেদন করে। নগরীর শহীদ সোহেল চত্বরস্থ জেলা ও মহানগর আওয়ামী লীগ কার্যালয়ে স্থাপিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও শহীদ আব্দুর রব সেরনিয়াবাতের মুর‌্যালে প্রথমে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন বরিশাল সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ, প্যানেল মেয়র রফিকুল ইসলাম খোকন, প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ ফারুক হোসেনসহ বিভিন্ন ওয়ার্ড কাউন্সিলর ও বিসিসি কর্মকর্তা কর্মচারীরা।

মাগুরা : এ উপলক্ষে সকাল ১০টায় শহরের নোমানি ময়দানে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর, মাগুরা-২ আসনের সংসদ সদস্য ড. বিরেন শিকদার, জেলা প্রশাসক ড. আশরাফুল আলম, পুলিশ সুপার জহিরুল ইসলাম, জেলা আওয়ামী লীগ সভাপতি আফম আবদুল ফাত্তাহ, জেলা পরিষদ প্রশাসক পঙ্কজ কুণ্ডু, সিভিল সার্জন ডা. শহীদুল্লাহ দেওয়ান, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আবু নাসির বাবলু, পৌর মেয়র খুরশিদ হায়দার টুটুল প্রমুখ।

মেহেরপুর : জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসক ড. মুহাম্মদ মুনসুর আলম খানের সভাপতিত্বে আলোচনা সভায় জুমের মাধ্যমে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মৃধা মোহাম্মদ মুজাহিদুল ইসলামের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন পুলিশ সুপার রাফিউল আলম, গোলাম রসুল, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও পিরোজপুর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুস সামাদ বাবলু বিশ্বাস, জেলা বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদের সভাপতি প্রফেসর হাসানুজ্জামান মালেক প্রমুখ।

ময়মনসিংহ : সিটি করপোরেশনের মেয়র ইকরামুল হক টিটু সার্কিট হাউজ প্রাঙ্গণে স্থাপিত জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন। এ সময় সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. ইউসুফ আলী, প্যানেল মেয়র-২ মো. মাহবুবুর রহমান, প্যানেল মেয়র-৩ শামীমা আক্তার ও অন্যান্য কাউন্সিলর, প্রধান প্রকৌশলী মো. রফিকুল ইসলাম মিঞা প্রমুখ উপস্থিত ছিলেন।

নওগাঁ : জেলা প্রশাসনের আয়োজনে সদর উপজেলা চত্বরে বঙ্গবন্ধুর অস্থায়ী বেদীতে ফুল দিয়ে পুষ্পস্তবক অর্পণ করেন সদর আসনের সংসদ সদস্য ব্যারিস্টার নিজাম উদ্দিন জলিল জন, জেলা প্রশাসক খলিদ মেহেদী হাসান, জেলা পুলিশ, মুক্তিযোদ্ধা সংসদসহ বিভিন্ন সামাজিক সংস্কৃতিক সংগঠন, সরকারি ও বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান ও শিক্ষাপ্রতিষ্ঠান। পরে উপজেলা অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় জেলা প্রশাসক খালিদ মেহেদী হাসানের সভাপতিত্বে বক্তব্য রাখেন সদর আসনের সংসদ সদস্য ব্যারিস্টার নিজাম উদ্দিন জলিল জন, অতিরিক্ত পুলিশ সুপার মামুন খাান চিশতি, নওগাঁ সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ শরিফুল ইসলাম খান প্রমুখ।

কিশোরগঞ্জ : এ উপলক্ষে মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ে স্থাপিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে কিশোরগঞ্জ-১ আসনের এমপি ডা. সৈয়দা জাকিয়া নূর লিপি, জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, জেলা আওয়ামী লীগ, মুক্তিযোদ্ধাসহ সর্বস্তরের জনগণ ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। পরে জেলা শিল্পকলা একাডেমিতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলমের  সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন কিশোরগঞ্জ-১ আসনের সদস্য সদস্য ডা. সৈয়দা জাকিয়া নূর লিপি। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মাশরুকুর রহমান খালেদ, জেলা পরিষদ প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. জিল্লুর রহমান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এম.এ আফজল, সদর উপজেলা চেয়ারম্যান মামুন আল মাসুদ খান প্রমুখ।

নেত্রকোনা : জেলা প্রশাসন মিলনায়তনে বঙ্গবন্ধুর  প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করে শ্রদ্ধা জানান জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, জেলা আওয়ামী লীগ, জেলা মুক্তিযোদ্ধা সংসদ, আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এ সময় উপস্থিত ছিলেন নেত্রকোনা-২ আসনের সংসদ সদস্য ও সমাজকল্যাণ প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আশরাফ আলী খান খসরু, জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিস, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য হাবীবা রহমান খান শেফালী এমপি, পুলিশ সুপার আকবর আলী মুন্সী প্রমুখ।

নড়াইল : জেলা প্রশাসনের আয়োজনে শহরের পুরাতন বাস টার্মিনালে বঙ্গবন্ধু ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করা হয়। সংসদ সদস্য মাশরাফি বিন মোর্ত্তজা, জেলা প্রশাসন, জেলা পরিষদ, জেলা পুলিশ, জেলা আওয়ামী লীগ, নড়াইল পৌরসভা, মুক্তিযোদ্ধা সংসদ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, জেলা ছাত্রলীগ, স্বাস্থ্য বিভাগ, খাদ্য বিভাগ, কৃষি বিভাগ, সদর উপজেলা প্রশাসনসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

নোয়াখালী : জেলা প্রশাসক কার্যালয়ের সামনে মুজিব চত্বরে ও জেলা আওয়ামী লীগ কার্যালয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়। এ সময় বঙ্গবন্ধুসহ তার পরিবারের শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়।

পঞ্চগড় : জেলা সার্কিট হাউজ চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান রেলমন্ত্রী অ্যাডভোকেট নুরল ইসলাম সুজন ও পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য মজাহারুল হক প্রধান। একই সময় জেলা প্রশাসক জহুরুল ইসলাম, পুলিশ সুপার মোহাম্মদ ইউসুফ আলী জেলা পরিষদ প্রশাসক ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার সাদাত সম্রাটসহ জেলা ও উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন।

শরীয়তপুর : কেন্দ্রীয় শহীদ মিনারে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়। এ সময় জেলা প্রশাসক পারভেজ হাসান, পুলিশ সুপার এসএম আশরাফুজ্জামান, জেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল, জেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠন, জেলা পরিষদ, সদর উপজেলা পরিষদ, শরীয়তপুর পৌরসভা, সিভিল সার্জন অফিসসহ সরকারি ও বেসরকারি অফিস, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন, বিভিন্ন শিক্ষাপ্রতষ্ঠানের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়।

রাজশাহী : শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের প্রধান কার্যালয়ে মহানগরীর সিঅ্যান্ড বি মোড়ে বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করেন নির্বাহী প্রকৌশলী শেখ নাছিম রেজার নেতৃত্বে রাজশাহী শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের সকল কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। পরবর্তীতে রাজশাহী শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী শেখ নাছিম রেজার নেতৃত্বে জাতির পিতার জীবনচরিত, আদর্শ, দর্শন ইত্যাদির উপর আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে ১৫ আগস্টে বঙ্গবন্ধু ও শাহাদতবরণকারী তার পরিবারের সকল সদস্যের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া পরিচালনার মধ্য দিয়ে জাতীয় শোক দিবসের দিনব্যাপি কর্মসূচির সমাপ্তি হয়।

রংপুর : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদতবার্ষির্কী ও জাতীয় শোক দিবস আরডিআরএস বাংলাদেশ পালন করেছে। রংপুরে সংস্থার অভ্যন্তরে অবস্থিত মুজিব কর্নারে জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, ক্যাম্পাসে বৃক্ষরোপণ, দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আলোচনা সভায় আরডিআরএসের হেড অব অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড জেনারেল সার্ভিস নজরুল গনির সভাপতিত্বে বক্তব্য রাখেন হেড অব প্রোগ্রাম অপারেশন্স রবিন চন্দ্র মণ্ডল, সিনিয়র কো-অর্ডিনেটর (এমএনই) মামুনুর রশিদ প্রমুখ।

ভালুকা (ময়মনসিংহ) : উপজেলা প্রশাসনের আয়োজনে মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে চত্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ শেষে আলোচনা সভার আয়োজন করা হয়। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা সালমা খাতুনের সভাপতিত্বে সংসদ সদস্য কাজিম উদ্দিন আহম্মেদ ধনু, মহিলা সংসদ সদস্য মনিরা সুলতানা মনি, উপজেলা চেয়ারম্যান আবুল কালাম আজাদ, মেয়র ডা. একেএম মেজবাহ উদ্দিন কাইয়ুম প্রমুখ উপস্থিত ছিলেন।

বাকেরগঞ্জ (বরিশাল) : উপজেলা  প্রশাসনের আয়োজনে  বঙ্গবন্ধুর  জীবন ও কর্মের উপর আলোচনা এবং  রচনা  ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার  বিতরণ করা  হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন  উপজেলা নির্বাহী কর্মকর্তা সজল চন্দ্র শীল। অনুষ্ঠানে  প্রধান অতিথি  ছিলেন বাকেরগঞ্জ পৌরসভার মেয়র লোকমান হোসেন ডাকুয়া।

বেড়া (পাবনা) : উপজেলা নির্বাহী কর্মকর্তা সবুর আলীর সঞ্চালনায় বঙ্গবন্ধুর প্রাতকৃতিতে মাল্যদানের মাধ্যমে পাবনা-১ আসনের সংসদ সদস্য শামসুল হক টুকু দিনটির সূচনা করেন। পরে বেড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিজু তামান্না, বেড়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার কল্লোল কুমার, ওসি আসাদুজ্জামান, আমিনপুর ওসি রওশন আলীসহ বিভিন্ন দপ্তর ও শিক্ষাপ্রাতিষ্ঠানের প্রধানগণ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মাল্যদান করেন।

ডিমলা (নীলফামারী) : সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে জাতীয় পতাকা অর্থনমিত উত্তোলন করা হয়। পরে উপজেলা পরিষদ চত্বরে স্থাপিত বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ শেষে কেন্দ্রীয় শহীদ মিনার বিজয় চত্বরে শহীদদের আত্মার মাগফিরাত কামনায় নীরবতা পালন ও মোনাজাত করা হয়। এছাড়াও উপজেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা ও বঙ্গবন্ধুর জীবন নিয়ে অনলাইন ভিত্তিক প্রমান্য চিত্র প্রদর্শনী ও আলোচনা সভার আয়োজন করা হয়।

গলাচিপা (পটুয়াখালী) : এ উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন পটুয়াখালী-৩ আসনের সংসদ সদস্য এসএম শাহজাদা। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মুহম্মদ সাহিন, উপজেলা নির্বাহী কর্মকর্তা আশিষ কুমার, উপজেলা আওয়ামী লীগ সভাপতি অধ্যাপক সন্তোষ দে, মহিলা ভাইস চেয়ারম্যান ওয়ানা মার্জিয়া নিতু প্রমুখ।

গৌরনদী (বরিশাল) : গৌরনদী শহীদ আব্দুর রব সেরনিয়াবাত টেক্সটাইল ইনস্টিটিউটের আয়োজনে অধ্যক্ষ ইঞ্জিনিয়ার হুমায়ন কবিরের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা বিপিন চন্দ্র বিশ্বাস। বিশেষ অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল জলিল। শেষে কলেজ ক্যাম্পাসে অতিথিরা বনজ, ফলদ ও ওষুধি গাছের চারা রোপণ করেন।

কালীগঞ্জ (গাজীপুর) : উপজেলা প্রশাসন ও দলীয় আয়োজনে নানা কর্মসূচির মাধ্যমে দিবসটি পালিত হয়। এর মধ্যে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে স্থানীয় সরকারি, আধা-সরকারি, স্বায়ত্ত্বশাসিত প্রতিষ্ঠান, শিক্ষাপ্রতিষ্ঠান বেসরকারি ভবনে জাতীয় পতাকা অর্ধনমিত করা হয়। 
পরে সকালে উপজেলা পরিষদ চত্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করা হয়। শ্রদ্ধা নিবেদন করে স্থানীয় সংসদ সদস্য, উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, পৌর প্রশাসন, মুক্তিযোদ্ধা কমান্ড, কালীগঞ্জ উপজেলা প্রেসক্লাবসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।  শ্রদ্ধা নিবেদন শেষে উপজেলা পরিষদ চত্বরে শহীদ ময়েজ উদ্দিন মুক্তমঞ্চে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

কালিহাতী (টাঙ্গাইল) : উপজেলা প্রশাসনের আয়োজনে বিভিন্ন কর্মসূচির মধ্যে ছিল সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে উপজেলার সকল সরকারি, আধা-সরকারি, স্বায়ত্ত্বশাসিত প্রতিষ্ঠান, সকল শিক্ষাপ্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিতভাবে উত্তোলন। এছাড়াও সকাল ৯ টায় উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রথমে স্থানীয় সংসদ সদস্য পুষ্পস্তবক অর্পণ করে করেন।

কালকিনি (মাদারীপুর) : দিবসটি উপলক্ষে সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান, শিক্ষাপ্রতিষ্ঠানসহ সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন নানা কর্মসূচি পালন করে। উপজেলা হলরুমে দিবসটি উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য অধ্যাপিকা তাহমিনা বেগম। 

কেন্দুয়া (নেত্রকোনা) : উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে দলীয় কার্যালয় থেকে শোক র‌্যালির মাধ্যমে বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করা হয়। র‌্যালি পরবর্তী বঙ্গবন্ধু ম্যুরালে সংক্ষিপ্ত আলোচনায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল কাদির ভূঁইয়া, সাধারণ সম্পাদক পৌর মেয়র আসাদুল হক ভূঁইয়া, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শাহজাহান ভূঁইয়া প্রমুখ।

কয়রা (খুলনা) : এ উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা অনিমেষ বিশ্বাস। আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান এসএম শফিকুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট কমলেস কুমার সানা, খুলনা জেলা আওয়ামী লীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক ও সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার অ্যাডভোকেট কেরামত আলী।

মির্জাপুর (টাঙ্গাইল) : উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে দলীয় কার্যালয়ে আলাচনা, দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। পরে মুক্তিযাদ্ধা কমপ্লেক্সের সামনে পুষ্পস্তব অর্পণ করেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। অপরদিকে উপজেলা মুক্তির মঞ্চে সর্বস্তরর জনগণ পুষ্পস্তবক অর্পণ করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হাফিজুর রহমানের সভাপতিত্ব প্রধান অতিথি হিসবে বক্তব্য রাখেন টাঙ্গাইল-৭ আসনের সংসদ সদস্য খান আহমেদ শুভ।

আদমদীঘি (বগুড়া) : উপজেলা প্রশসন ও আওয়ামী লীগ পৃথক পৃথক কর্মসূচির মাধ্যমে দিবসটি পালন করে। সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে সরকারি, বেসরকারি ভবন, মুক্তিযোদ্ধা কমপ্লেক্স, ও আওয়ামী লীগ কার্যালয়ে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়। এছাড়া শহীদ মিনার চত্বরে বঙ্গবন্ধুর ম্যুরালে উপজেলা প্রশাসন, আওয়ামী লীগসহ বিভিন্নপ্রতিষ্ঠান পুষ্পস্তবক অর্পণ করে।

নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) : উপজেলা আওয়ামী লীগ ও উপজেলা প্রশাসনের উদ্যোগে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় শোক দিবস পালিত হয়। নবীনগর সরকারি হাইস্কুল মাঠে উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক সংসদ সদস্য ফয়জুর রহমান বাদলের সভাপতিত্বে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মোহাম্মদ এবাদুল করিম বুলবুল এমপি। এতে বক্তব্য রাখেন সিনিয়র সহ-সভাপতি নিয়াজ মোহাম্মদ খানসহ দলের শীর্ষ নেতৃবৃন্দ।

পাটগ্রাম (লালমনিরহাট) : জাতীয় শোক দিবস এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদতবার্ষিকী উপলক্ষে বিজিবি তিস্তা ব্যাটালিয়ন অসহায় ও দুস্থদের মাঝে মানবিক সহায়তা প্রদান করেছে। উপজেলার নাজিরগোমানি বিওপিতে অসহায় পরিবারের মাঝে খাদ্য বিতরণ করা হয়। এছাড়াও উপজেলার কাশিরডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সীমান্তবর্তী জনসাধারণের স্বাস্থ্যসেবায় বিনামূল্যে মেডিকেল ক্যাম্পেইন ও ওষুধ বিতরণ করা হয়। কর্মসূচি উদ্বোধন করেন লে. কর্নেল. মীর হাসান শাহরিয়ার মাহমুদ। এ সময় তিস্তা ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর মো. নুরউদ্দিন খান উপস্থিত ছিলেন।

পলাশ (নরসিংদী) : শোক র‌্যালি, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ ও আলোচনা সভার মধ্য দিয়ে নরসিংদীর পলাশে জাতীয় শোক দিবস পালিত হয়েছে। উপজেলা প্রশাসনের উদ্যোগে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন সংসদ সদস্য ডা. আনোয়ারুল আশরাফ খাঁন দিলিপ। পরে শোক র‌্যালি শেষে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংসদ সদস্য ডা. আনোয়ারুল আশরাফ খাঁন দিলিপ।

রাজাপুর (ঝালকাঠি) : এ উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে ঝালকাঠি-১ আসনের সংসদ সদস্য বজলুল হক হারুন এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা নুসরাত জাহান খানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ মো. মনিরউজ্জামান, সহকারী পুলিশ সুপার (রাজাপুর-কাঁঠালিয়া) সার্কেল মো. মাসুদ রানা, মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা আক্তার লাইজু, সহকারী কমিশনার (ভূমি) অনুজা মণ্ডল প্রমুখ।

শৈলকুপা (ঝিনাইদহ) : নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান আবদুল হাকিম আহমেদ ও ইউএনও কানিজ ফাতেমা লিজার নেতৃত্বে  বিভিন্ন সংগঠনের নেতারা  কবিরপুর শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ  করে ১৫ আগস্টের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ পরিবারের অন্যান্য সদস্যদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া ও মোনজাত করা হয়। এছাড়া র‌্যালি আয়োজন, বঙ্গবন্ধুর ভাষণ প্রচার, দোয়া অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

তালতলী (বরগুনা) : সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে জাতীয় পতাকা অর্ধনমিত উত্তোলন করে উপজেলা প্রশাসন ও উপজেলা আওয়ামী লীগ। এরপর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকিৃতিতে পুষ্পমাল্য অর্পণ করে উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক ও বিভিন্ন সামাজিক সংগঠন। এরপর দোয়া অনুষ্ঠান শেষে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স থেকে শোক র‌্যালি বের করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা চত্বরে শেষ হয়।

আমতলী (বরগুনা) : দিবসটি উপলক্ষে প্রশাসন, উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠন, মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে আলোচনা সভা, কোরআন খতম ও বিশেষ দোয়ার আয়োজন করা হয়। উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে জাতীয় পতাকা অর্ধনমিতকরণ, দলীয় ও কালো পতাকা উত্তোলন করেন সভাপতি অ্যাডভোকেট এম.এ কাদের মিয়া, সম্পাদক ও আমতলী পৌর মেয়র মো. মতিয়ার রহমান।

আটোয়ারী (পঞ্চগড়) : উপজেলা প্রশাসনের আয়োজনে কর্মসূচির মধ্যে ছিল সরকারি, আধা সরকারি, স্বায়ত্ত্বশাসিত প্রতিষ্ঠান ও শিক্ষাপ্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিতভাবে উত্তোলন, কালোব্যাজ ধারণ, শিশু থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের কুইজ প্রতিযোগিতা, আলোচনা সভা, প্রতিযোগিতায় উত্তীর্ণদের মাঝে পুরস্কার বিতরণ, অধিদপ্তরের চেক বিতরণ ও ধর্মীয় প্রতিষ্ঠানে মোনাজাত ও প্রার্থনা।

বাগেরহাট : জাতীয় শোক দিবস উপলক্ষে জেলা তাঁতী লীগের উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। জেলা তাঁতী লীগের কার্যালয়ে এটি অনুষ্ঠিত হয়। এ সময় জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ ও জেলা তাঁতী লীগ সভাপতি আলহাজ তালুকদার আব্দুল বাকী, সাধারণ সম্পাদক ইফতেখারুল ইসলাম রানা, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান সরদার মাসুদুল হক, তাঁতী লীগ নেতা মুকুল শেখ, জাহিদুল ইসলাম, জাহাঙ্গীর হোসেন মিঠু, লিটু দাস, মৃদুল শিকদার, সজিব শিকদার, মানিক প্রমুখ উপস্থিত ছিলেন।

বেলাব (নরসিংদী) : এ উপলক্ষে উপজেলা মুক্তিযোদ্ধা কমপেক্সে মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আক্তার হোসেন শাহিনের  সভাপতিত্বে  সভায়  প্রধান অতিথি ছিলেন শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ূন। এছাড়া উপস্থিত ছিলেন  উপজেলা ভারপ্রাপ্ত চেয়ারম্যান মনিরুজ্জামান ভূঁইয়া জাহাঙ্গীর, উপজেলা ভারপ্রাপ্ত আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. মনিরুজ্জামান খাঁন, বেলাব  থানার ওসি মো. তানভীর আহমেদ, সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ নাজমুল হাসান, মহিলা ভাইস চেয়ারম্যান শারমিন আক্তার খালেদা, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম (নজরুল), বেলাব প্রেসক্লাবের সভাপতি শেখ আব্দুল জলিল, সিনিয়র সহ-সভাপতি আমিনুল হক প্রমুখ।

কক্সবাজার : শ্রদ্ধা-স্মরণে নানা আয়োজন, আর দিনব্যাপী কর্মসূচিতে কক্সবাজারে পালিত হয়েছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবস। জেলা প্রশাসনের আয়োজনে সকাল ৮টায় বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের অরুণোদয় স্কুল প্রাঙ্গণে অবস্থিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রথমে পুষ্পস্তবক অর্পণ করেন জেলা প্রশাসক মো. মামুনুর রশীদ। এরপর সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল, মহিলা সংসদ সদস্য কানিজ ফাতেমা আহমদ, জেলা পরিষদের প্রশাসক মোস্তাক আহমদ চৌধুরী, পুলিশ সুপার মো. হাসানুজ্জামান, সিভিল সার্জন ডা. মাহবুবুর রহমান। পরে জেলা প্রশাসনের পক্ষ থেকে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







এই ক্যাটেগরির আরো সংবাদ
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত