বৃহস্পতিবার ৩১ জুলাই ২০২৫ ১৬ শ্রাবণ ১৪৩২
বৃহস্পতিবার ৩১ জুলাই ২০২৫
সোনাইমুড়ীতে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার
সোনাইমুড়ী (নোয়াখালী) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১৬ আগস্ট, ২০২২, ৫:৩২ PM
নোয়াখালীর সোনাইমুড়ীতে বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে। এ ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে দুইজনকে আটক করা হয়। 

গতকাল গভীর রাতে সোনাইমুড়ী থানার অফিসার ইনচার্জ মো. হারুন অর রশিদ এর ত্ত্বাবধানে এসআই মো.আফসার মিয়া সঙ্গীয় ফোর্স নিয়ে গোপন তথ্যের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করেন। 

এসময় সোনাইমুড়ী নদোনা ইউনিয়নের সাজ্জাদ হোসেন রবি (২৫), বারগাঁও থেকে রিয়াজুল করিম রায়হান (২৫) কে অবৈধ মাদকদ্রব্য গাঁজা বিক্রয় করা অবস্থায় আটক করা হয়। তাদের কাছ থেকে দশ কেজি গাঁজা জব্দ করা হয়। পরবর্তীতে গ্রেফতারকৃত আসামীদের স্বীকারোক্তি মতে পাপুয়া এলাকা থেকে সাইফুল ইসলাম (৩৫) এর বসত ঘরে অভিযান চালিয়ে ১১০ বোতল ফেন্সিডিল, ২৯ বোতল হুইস্কি (বিদেশী মদ), এবং তিন কেজি গাঁজা উদ্ধার করা হয়। এতে সর্বমোট সাত লক্ষ এগার হাজার টাকার মাদক জব্দ করেন বলে জানা যায়।  দুই আসামী ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।  

-বাবু/ফাতেমা
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত