পটুয়াখালীর গলাচিপায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৫০শয্যা হাসপাতাল সহ আবাসিক ভবন নির্মান ও ৫০শয্যা থেকে ১’শত শয্যায় উন্নতী করন, নৌ-এ্যাম্বুলেন্স মডিফিকেশন, ইঞ্জিন মেরামত কক্ষরুপ স্বল্পতা, ক্ষমতা সম্পান্ন জেনারেটর ক্রয়সহ হাসপাতালে সীমানা ও কোয়াটারের সুরক্ষাসহ প্রাচীন বিষয়ে সভায় আলোচনা পর্যালচনা এবং জরুরী বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ও কমিটির সহ-সভাপতি উপজেলা পরিষদ চেয়ারম্যান মু.শাহীন শাহ, সদস্য সচিব ও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ কাজী আবদুল মমিন, গলাচিপা থানা অফিসার ইনচার্জ (ওসি) এম আর শওকত আনোয়ার ইসলাম, আওয়ামী লীগ সহ-সভাপতি হাজী মজিবুর রহমান, মুক্তিযোদ্ধা সামসুদ্দিন সানু ঢালী, চিকনিকান্দ্রী ইউপি চেয়ারম্যান সাজ্জাদ হোসেন রিয়াদ, গলাচিপা প্রেস ক্লাব সভাপতি সমিত কুমার দত্ত মলয়, জেলা স্বাস্থ্য বিভাগের প্রকৌশালী মো. জামাল হোসেন, সহ-মেডিকেল অফিসার ও সিনিয়র নার্স সহ কর্তৃপক্ষের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সভায় মাননীয় সংসদ সদস্য ও সভাপতি এস এম শাহজাদা এমপি আলোচ্য বিষয় গুলো বাস্তবায়ন এবং তিনি ব্যবস্থা গ্রহণ করার আশ্বাস দেন এবং স্বাস্থ্য সেবার ক্ষেত্রে পরিছন্ন পরিবেশ ভালো রাখার জন্য কর্তৃপক্ষকে অনুরোধ করেন।
-বাবু/শোভা