টাঙ্গাইলের গোপালপুরে দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার (১৮ আগষ্ট) সকাল ১০টায় "মীর মোশারফ হোসেন কল্যাণ ট্রাস্ট" এর উদ্যোগে গোপালপুর উপজেলা পরিষদ মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে ১০৫ জন দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে আর্থিক সহায়তা প্রদান করা হয়।
ট্রাস্টের আহবায়ক মুহাম্মদ সাইফুল ইসলামের সভাপতিত্বে ও শিক্ষক আবুল কালাম আজাদের সঞ্চালনায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ট্রাস্টের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মীর মোশারফ হোসেন।
এসময় বক্তব্য রাখেন- উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মাশতুরা আমিনা, থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মোশারফ হোসেন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নাজনীন সুলতানা, শিক্ষাবিদ অধ্যাপক বাণীতোষ চক্রবর্তী, প্রেসক্লাব সভাপতি অধ্যাপক জয়নাল আবেদীন, সূতি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আব্দুস ছাত্তার, মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি জিএম ফারুক প্রমুখ।
-বাবু/শোভা