বৃহস্পতিবার ১০ জুলাই ২০২৫ ২৬ আষাঢ় ১৪৩২
বৃহস্পতিবার ১০ জুলাই ২০২৫
মঠবাড়িয়ায় সাত ব্যবসা প্রতিষ্ঠানে ৩৪ হাজার টাকা জরিমানা
পিরোজপুর প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২৩ আগস্ট, ২০২২, ৫:৪৬ PM
পিরোজপুরের মঠবাড়িয়ায় পৃথক দুটি অভিযানে সাতটি ব্যবসা প্রতিষ্ঠানকে ৩৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মেয়াদ উত্তীর্ণ ঔষধ মজুদ রাখা, লাইসেন্স প্রদর্শনে ব্যর্থতা ও লাইসেন্স নবায়ন না থাকার দোষ স্বীকার করায় পৌর শহরের কে এম লতীফ মেডিসিন মার্কেটের হাওলাদার ফার্মেসী মালিককে জড়িমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। 

মঙ্গলবার দুপুরে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট  সাখাওয়াত জামিল সৈকত ও পিরোজপুর জেলা ড্রাগ সুপার ডালিম চন্দ্র দাশ এ অভিযান পরিচালনা করেন।
সহকারী কমিশনার (ভূমি) সাখাওয়াত জামিল সৈকত জানান, জেলা ড্রাগ সুপারের কাছে ওই ফার্মেসীর বিরুদ্ধে তিনটি অপরাধের লিখিত অভিযোগ থাকায় দোষ স্বীকার করায় তাকে এ জড়িমানা করা হয়েছে।

অপরদিকে অপরিচ্ছন পরিবেশে খাবার তৈরী,পণ্যের প্যাকেটে উৎপাদনের ও মেয়াদোত্তীর্ণ তারিখ না থাকা এবং পণ্যের ওজন ও মূল্য না থাকায় ছয় ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর পিরোজপুর এর সহকারী পরিচালক দেবাশিষ রায় নিয়মিত বাজার তদারকির অংশ হিসেবে মঙ্গলবার দুপুরে পৌর শহরে অভিযান চালিয়ে ভোক্তা অধিকার সংরক্ষণের আইন লংঙ্গনের দায়ে ১৯হাজার টাকা জরিমানা করেন।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর পিরোজপুর সহকারী পরিচালক দেবাশিষ রায় এ তথ্যের নিশ্চিত করে বলেন, এ অভিযান অব্যহত থাকবে।

-বাবু/ফাতেমা

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত