নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় মনকান্দা আলিম মাদ্রাসার অধ্যক্ষকে প্রকাশ্যে শারীরিক ভাবে লাঞ্চিত করায় মামলা দায়ের করা হয়েছে।
মঙ্গলবার (২৩ আগস্ট) বিকেলে কেন্দুয়া থানায় ভিকটিম মাদ্রাসা অধ্যক্ষ মোঃ মহিববুল্লাহ বাদী হয়ে ১০ জনের নামোল্লেখসহ অজ্ঞাত ৮/১০ জনকে আসামী এ মামলাটি দায়ের করা হয়েছে।
কেন্দুয়া থানার ওসি মো. আলী হোসেন পিপিএম মামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, আসামীদের গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছে।
পুলিশ ও মাদরাসা সূত্রে জানা গেছে, মনকান্দা এম ইউ আলিম মাদরাসার হিসাব সহকারি গন্ডা ইউনিয়নের গাড়াদিয়া গ্রামের জাহাঙ্গীর ভূইয়া জুয়েলকে সাময়িক বরখাস্ত ও শোকজ করার ঘটনাকে কেন্দ্র করে গত সোমবার দুপুরে ওই মাদরাসার অধ্যক্ষ মুহিববুল্লাহ মাদরাসায় যাওয়ার পথে মডেল বাজার মোড়ে জাহাঙ্গীর ভূইয়া জুয়েল ও তার লোকজন দেশীয় অস্ত্রাদি নিয়ে অধ্যক্ষের ওপর হামলা করে। এ সময় তারা লোহার রড দিয়ে অধ্যক্ষকে পিটিয়ে আহত করে এবং অধ্যক্ষের সাথে থাকা মাদরাসার গুরুত্বপূর্ণ কাগজপত্রাদি ছিনিয়ে নিয়ে যায়। পরে স্থানীয়রা আহত অধ্যক্ষকে উদ্ধার করে কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। তিনি বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।
-বাবু/ফাতেমা