কক্সবাজারের টেকনাফে ২০ হাজার পিস ইয়াবাসহ অবশেষে বড়ইতলী এলাকার শীর্ষ ইয়াবা ডন ও মানব পাচারকারী সিরাজুল ইসলাম প্রকাশ সিরাজ (২৫) কে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (২ বিজিবি) সদস্যরা।
শনিবার রাত সাড়ে ১১ টার দিকে টেকনাফ সদর ৯নং ওয়ার্ড বড়ইতলী নাফনদীর সংলগ্ন এলাকায় এ অভিযান চালানো হয়।
আটক সিরাজুল ইসলাম প্রকাশ সিরাজ (২৫) টেকনাফ সদর ইউপিস্থ বড়ইতলী এলাকার মোহাম্মদ শাহ'র ছেলে।সে একজন শীর্ষ মানবপাচারকারী ও ইয়াবা ডন হিসেবে এলাকায় জনশ্রুতি রয়েছে।
রবিবার (২৮ আগষ্ট) সকালে গণমাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন টেকনাফ (২ বিজিবি) ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল শেখ খালিদ মোহাম্মদ ইফতেখার।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় যে, ২৭ আগস্ট রাতে টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) এর দায়িত্বপূর্ণ এলাকা টেকনাফ সদরের বড়ইতলী নামক এলাকা দিয়ে মিয়ানমারের নাগরিক বাংলাদেশে আসছে। উক্ত সংবাদের ভিত্তিতে ব্যাটালিয়ন সদর হতে দুইটি বিশেষ টহলদল বর্ণিত এলাকায় গমন করে। রাত সাড়ে দশটার দিকে সংঘবদ্ধ মানব ও মাদক পাচারকারীদলের চিহ্নিত সদস্য সিরাজুল ইসলাম সীমান্ত এলাকা হতে আটক করতে সক্ষম হয়। পরে তার স্বীকারোক্তি অনুযায়ী বড়ইতলী এলাকার কেওড়া বাগানের ভিতরে বিশেষভাবে লুকায়িত ৬০ লক্ষ টাকা মূল্যমানের ২০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
অধিনায়ক আরও জানান, মিয়ানমার থেকে উক্ত ইয়াবা বাংলাদেশে পাচারের উদ্দেশ্যে সিরিজের নিকট হস্তান্তর করে এবং সিরাজ উক্ত ইয়াবা ট্যাবলেট নিজ দখলে বড়ইতলী এলাকার জঙ্গলের ভিতরে লুকিয়ে রাখে । সিরিজ দীর্ঘদিন যাবৎ একটি বিশেষ চক্রের সাহায্যে বড়ইতলী এলাকায় মাদক এবং মানব পাচারের সাথে জড়িত রয়েছে বলে স্বীকার করেছে। তার সিন্ডিকেটের সদস্যদের আইনের আওতায় আনার জন্য কার্যক্রম চলমান রয়েছে। আটক আসামি জব্দকৃত ইয়াবাসহ মাদক আইনে মামলা দায়েরের পর টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
বাবু/এসএম