সোনাগাজী মতিগঞ্জ ইউনিয়নে ভিজিডি কর্মসূচীর আওতায় হতদরিদ্র নারীদের মাঝে রবিবার (২৮ আগষ্ট) সকালে ইউনিয়ন পরিষদ কার্যালয় মাঠে ৩০ কেজি করে চাল বিতরণ করা হয়েছে।
মতিগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়াম্যান মো. রবিউজ্জামান বাবু ভিজিডি কার্ডের মাধ্যমে চাল বিতরণের উদ্বোধন করেন।
চাল বিতরণ কালে উপজেলা আ’লীগের সহ সভাপতি ও মতিগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ রবিউজ্জামান বাবু বলেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ক্ষমতা আসার পর উন্নয়নের স্বার্থে নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন। আগামীতে শেখ হাসিনা সরকার কে নৌকায় ভোট দিয়ে পূনরায় ক্ষমতায় আনা হলে সকল উন্নয়ন অব্যাহত থাকবে।
-বাবু/ফাতেমা