বৃহস্পতিবার ১০ জুলাই ২০২৫ ২৬ আষাঢ় ১৪৩২
বৃহস্পতিবার ১০ জুলাই ২০২৫
কালিহাতীতে বিএনপির বিক্ষোভ সমাবেশে ছাত্রলীগের হামলা, আহত ১৫
সোহেল রানা, কালিহাতী (টাঙ্গাইল)
প্রকাশ: রবিবার, ২৮ আগস্ট, ২০২২, ৯:৪২ PM
টাঙ্গাইলের কালিাহতী উপজেলার চারান বাজারে উপজেলা বিএনপির আয়োজনে বিক্ষোভ মিছিল ও সমাবেশে ছাত্রলীগ হামলা করেছে বলে অভিযোগ করেছে বিএনপি।

রবিবার (২৮ আগস্ট) দুপুর ১২ টার দিকে চারান বাজারে উপজেলা বিএনপির বিক্ষোভ সমাবেশে এ ঘটনা ঘটে।

টাঙ্গাইল জেলা বিএনপির যুগ্ম আহবায়ক এড.ফরহাদ ইকবাল বলেন, শান্তি পূর্ণ ভাবে আলোচনা সভা চলছিলো। হঠাৎ করে আওয়ামীলীগের সন্ত্রাসী বাহিনী ছাত্রলীগ হামলা করে সমাবেশ স্থলে। এসময় বিএনপি ও ছাত্রদলের ১৫ জন নেতাকর্মী আহত হয়েছে ও ১৭ টি মোটর সাইকেল, ৬টি  পিকআপ ও ৪ টি বাসগাড়ি ভাঙ্গচুর করা হয়।

কালিহাতী থানার ওসি মোল্লা আজিজুর রহমান জানান, ছাত্রলীগ রাস্তায় অবস্থান করছিল, এমন সময় বিএনপির নেতাকর্মীরা মিছিল নিয়ে আসলে ছাত্রলীগের কর্মীরা তাদের ধাওয়া দেয়। পরে বিএনপির নেতাকর্মীরা তাদের অফিসে চলে যায়। এসময় বিএনপির নেতাকর্মীদের বহনকৃত কালিহাতী বাসস্ট্যান্ডে ২টি ও চারান বাজারে ২টি মোট ৪ টি গাড়ির গ্লাস ভাঙ্গচুর করে। পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে।

আয়োজিত বিএনপির সমাবেশে প্রধান অতিথি ছিলেন, কেন্দ্রীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক বেনজির আহমেদ টিটুষ। বিশেষ অতিথি জেলা বিএনপির  যুগ্ম আহবায়ক হাসানুজ্জামান শাহিন ও ফরহাদ ইকবাল প্রমুখ।

এসময় কালিহাতী উপজেলা বিএনপির নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন।

-বাবু/এস আর
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত