মঙ্গলবার ৮ জুলাই ২০২৫ ২৪ আষাঢ় ১৪৩২
মঙ্গলবার ৮ জুলাই ২০২৫
আখাউড়ায় পানিতে ডুবে দুই বোনের মৃত্যু
আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৩০ আগস্ট, ২০২২, ১১:৩৬ AM

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় পানিতে পরে সামিয়া (৩) ও ইলমা (২) নামে দুই বোনের মৃত্যু হয়েছে। 

সোমবার (২৯ আগষ্ট) বিকালে উপজেলার ধরখার ইউনিয়নের বনগজ এলাকায় এই ঘটনা ঘটে। নিহত দুই জন ওই গ্রামের নুরুল ইসলাম ও জুয়েল মিয়ার মেয়ে। তারা দুজন সম্পর্কে আপন চাচাতো বোন হয়।

পারিবার সূত্রে জানা যায়, সামিয়া ঘর থেকে একটি মোবাইল ফোন নিয়ে পরিবারের অজান্তে ঘর থেকে বের হয়ে যায়, এ সময় তার সাথে ইলমাও ছিল। একপর্যায়ে বাড়ির পাশে থাকা একটি পুকুরে ইলমা পরে যায়, তাকে বাঁচানোর জন্য সামিরাও পুকুরে নামলে দুই জনই পুকুরের পানিতে তলিয়ে যায়।

ঘরে মোবাইল ফোন খোঁজে না পেয়ে পরিবারের লোকজন সামিয়ার খোঁজে বের হয়। খোঁজাখুজির এক পর্যায়ে পুকুর পাড়ে গিয়ে দেখে মোবাইল ফোনটি পরে আছে। কিছুক্ষণ পরে পুকুরে দুজনের লাশ ভাসতে দেখে। এসময় পরিবারের লোকজন তাদেরকে উদ্ধার করে আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডাঃ সজিব দেবনাথ বলেন, পরিবারের লোকজন মৃত অবস্থায় তাদের দু জনকে হাসপাতালে নিয়ে আসেন।

এ বিষয়ে ধরখার ইউনিয়ন পরিষদের স্থানীয় ইউপি সদস্য আব্দুল আলিম ঘটনা সত্যতা নিশ্চিত করে বলেন,আমি মর্মান্তিক  ঘটনাটি জানতে পেরে সাথে সাথে ঘটনাস্থলে যাই। সেখানে গিয়ে জানতে পারি শিশু দু’জন মোবাইল নিয়ে খেলতে গিয়ে বাড়ির পাশে পুকুরে পরে তাদের মৃত্যু হয়েছে। দুই শিশুর মৃত্যুতের এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

-বাবু/শোভা

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত