বৃহস্পতিবার ১৪ আগস্ট ২০২৫ ৩০ শ্রাবণ ১৪৩২
বৃহস্পতিবার ১৪ আগস্ট ২০২৫
সুজন হত্যার বিচারের দাবিতে বড়াইগ্রামে হেযবুত তওহীদের সংবাদ সম্মেলন
হৃদয় আহমেদ,বড়াইগ্রাম,নাটোর
প্রকাশ: রবিবার, ৪ সেপ্টেম্বর, ২০২২, ৪:০৬ PM

হেযবুত তওহীদের পাবনা কার্যালয়ে সদস্যদের উপর আকস্মিক সন্ত্রাসী হামলায় নিহত সুজন হত্যার বিচারের দাবিতে নাটোরের বড়াইগ্রামে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (৪ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার বনপাড়ায় স্থানীয় একটি রেস্টুরেন্টে এই সংবাদ সম্মেলন করে নাটোর জেলা হেযবুত তওহীদ।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য তুলে ধরেন সংগঠনটির নাটোর জেলা সভাপতি সাকিব আহমেদ।  এ সময় তিনি বলেন, সন্ত্রাস, জঙ্গিবাদ ও সকল প্রকার ধর্মের অপব্যাবহারের বিরুদ্ধে দীর্ঘ ২৬ বছর কাজ করে যাচ্ছে অরাজনৈতিক আন্দোলন হেযবুত তওহীদ আর এতেই ধর্মের সুবিধাভোগী একটি শ্রেণী আমাদের বিরুদ্ধে  বিভিন্ন প্রকার অপপ্রচার করে যাচ্ছে। আর এই স্বার্থান্বেষী মহল গত ২৪ আগস্ট পাবনা জেলার চর ঘোষপুর অফিসে ঢুকে সুজন (২৫) নামের এক কর্মীকে কুপিয়ে হত্যা ও ১০ জনকে আহত করে।যে বা যারা এ হামলা চালিয়েছে এবং যারা পেছন থেকে ইন্ধন যুগিয়েছে তাদের রাজনৈতিক পরিচয় ও ধর্মীয় সামাজিক পরিচয় যাই হোক না কেন, তারা সন্ত্রাসী। কাজেই তাদেরকে বিচারের মুখোমুখী করতে হবে।

এ সময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, জেলা হেযবুত তওহীদের সাধারন সম্পাদক আব্দুস সবুর খান, বড়াইগ্রাম উপজেলা সভাপতি সাজ্জাদ হোসেন সহ উপজেলার বিভিন্ন ইলেকট্রিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

বাবু/এসএম
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত