বৃহস্পতিবার ১৪ আগস্ট ২০২৫ ৩০ শ্রাবণ ১৪৩২
বৃহস্পতিবার ১৪ আগস্ট ২০২৫
হারানো মোবাইল উদ্ধার করে ফিরিয়ে দিল পুলিশ
আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ৪ সেপ্টেম্বর, ২০২২, ৪:১০ PM

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় হারিয়ে যাওয়ার প্রায় তিন মাস পর মোবাইল ফোন উদ্ধার করে মালিককে ফিরিয়ে দিয়েছে পুলিশ। প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে উদ্ধারের পর রোববার (৪ সেপ্টেম্বর) দুপুরে ফোনের মালিকের হাতে এটি হস্তান্তর করা হয়েছে। 

পুলিশ জানায়, উপজেলার দক্ষিণ ইউনিয়নের হীরাপুর গ্রামের হামদু মিয়ার সৌদি প্রবাসী ছেলে নূর মোহাম্মদ একটি স্মার্ট ফোন হারিয়ে ফেলেন গত ১৬ জুন। ওই দিনই নূর মোহাম্মদ আখাউড়া থানায় একটি সাধারণ ডায়েরি করেন। এরপর ঘটনাটির তদন্তভার পান থানার এসআই মোঃ জাহিদুল ইসলাম। 

তদন্তকারী কর্মকর্তা জাহিদুল ইসলাম ফোনের আইএমইআই নম্বরের সূত্র ধরে প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে সম্প্রতি হীরাপুর মধ্যে পাড়া এলু মিয়ার ছেলে স্বপনের কাছে ফোনের সন্ধান পান। ফোনটি ওই যুবক একজন অপরিচিত ব্যক্তির কাছ থেকে কম মুল্যে কিনেছিলেন।পরে তার নামের রেজিস্ট্রেশনকৃত একটি সীমকার্ড তুলে ফোনটি ব্যবহার করছিলেন।গতকাল শনিবার পুলিশ গিয়ে স্বপনের স্ত্রীর কাছ থেকে মোবাইল ফোনটি উদ্ধার করে নূর মোহাম্মদকে থানা আসতে বলেন।
এরপর রোববার দুপুরে ফোনটি নূর মোহাম্মদের হাতে থানা কর্তৃপক্ষ হস্তান্তর করেন। 

নূর মোহাম্মদ জানান, তিনি গত ১০ জুন সৌদি আরব থেকে ছুটিতে দেশে আসেন। ১৬ জুন পৌর শহরের সড়ক বাজারে কেনাকাটা করার সময় তার মোবাইল ফোনটি হারিয়ে যায়। এরপর তিনি থানায় সাধারণ ডায়েরি করেন। প্রায় তিন মাস অতিবাহিত হলেও ফোনের কোন হদিস না পাওয়ার তিনি ধরেই নিয়েছিলেন ফোনটি আর ফিরে পাবেন না। এতদিন পরেও তার ফোন উদ্ধার করতে পারায় পুলিশকে ধন্যবাদ জানান নূর মোহাম্মদ। 

আখাউড়া থানার পরিদর্শক তদন্ত সঞ্জয় কুমার সরকার  বলেন, প্রায় তিনমাস পার হলেও হারিয়ে যাওয়া ফোনটি উদ্ধারের পর মালিককে ফেরত দেওয়া সম্ভব হয়েছে। এ বিষয়ে এসআই মোঃ জাহিদুল ইসলামের পারদর্শিতার ভূয়সী প্রশংসা করেন তিনি।

বাবু/এসএম
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত