বৃহস্পতিবার ৩১ জুলাই ২০২৫ ১৬ শ্রাবণ ১৪৩২
বৃহস্পতিবার ৩১ জুলাই ২০২৫
কুড়িগ্রামের উলিপুরে তিস্তার ভাঙন রোধে কার্যকর পদক্ষেপের দাবিতে মানববন্ধন
আনোয়ার হোসেন, কুড়িগ্রাম প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ৪ সেপ্টেম্বর, ২০২২, ৬:২৪ PM আপডেট: ০৪.০৯.২০২২ ৬:৩১ PM

কুড়িগ্রামের উলিপুরে তিস্তা নদীর ভাঙন রোধে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবিতে নদী তীরবর্তী ভাঙ্গন এলাকায় মানববন্ধন করেছে ক্ষতিগ্রস্তরা। 

রবিবার (৪ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার বজরা ইউনিয়নের পশ্চিম বজরায় ঘণ্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

মানববন্ধনে অংশ নেয় স্থানীয় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও ক্ষতিগ্রস্থ চার শতাধিক পরিবার সহ প্রায় দুই হাজারেরও বেশি মানুষ। 

এসময় ক্ষতিগ্রস্তরা জানায়, বছরের পর বছর ধরে বজরা ইউনিয়নের পশ্চিম বজরা সহ বিভিন্ন এলাকায় তিস্তা নদী ভাঙছে। নদীর পানি বৃদ্ধি পাওয়ায় ভাঙন আরও তীব্র হয়েছে। এই ভাঙনে ইতি মধ্যেই একটি দাখিল মাদ্রাসা, দুটি মসজিদ, একটি কমিউনিটি ক্লিনিক, ও বজরা ইউনিয়নের ঐতিহ্যবাহী একটি ঈদগাহ মাঠ সহ প্রায় ছয়শ একর ফসলি জমি ও ৪০০ ঘরবাড়ি এক সপ্তাহের ব্যবধানে নদী গর্ভে বিলীন হয়ে গেছে। বর্তমানে হুমকির মুখে রয়েছে আরও ৬০০ বাড়ি, দুটি প্রাথমিক বিদ্যালয়, দুটি মাদ্রাসা, দুটি কলেজ, তিনটি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, ইউনিয়ন ভূমি অফিস ও বজরা বাজারের বিভিন্ন স্থাপনা এখন হুমকির মুখে পড়েছে।

মানববন্ধনে অংশ নিয়ে বক্তব্য দেন বজরা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল কাইয়ুম সর্দার, ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি মাওলানা রেফাকাত হোসেন, অধ্যক্ষ মাওলানা আবু ইয়াহিয়া খান, ইউপি সদস্য এনামুল হক, সহকারী শিক্ষক রেজাউল করিম রেজা, সমাজ কর্মী ও ক্যাবল ব্যবসায়ী হারুন মিয়া প্রমূখ।

বাবু/এসএম
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত